Monday, 18 February 2019

লালসায় লীলায়িত পুরুষ

লালসায় লালায়িত পুরুষ

শ্যামল সোম

রাতের বেলায় বাহিরে অঝোরে বৃষ্টি দ্রুত বেগে ঝড় 
বসার ঘরে ঢুকে জানালা বন্ধ করছে সার্সি বিদ্যাৎ
ঝলসে উঠলো, দামাল ঝড়ে নাস্তানাবুদ তন্বী তরুনী
অনুজা মাতৃ হারা রমেন বাসার একমাত্র বন্ধু কন্যা,
রমেন তাঁর বাপির ফেরার অপেক্ষায় বারবার ফোন
করছে, রমেন মিত্রের ফোন বেজে যাচ্ছে।
বসার ঘরে অনুজা রঙিন মাছের একুরিয়াম মাছেদের
দেখছে ঘড়িতে রাত্রি বারোটা বাজলো ঢং ঢং শব্দ হলো।
অনুজা মোবাইলে  ছবি দেখছে।
কলিং বেলের শব্দ হলো, অনুজা দ্রুত বেগে চলে গেল।
সারা ঘরের সাজানো শৈল্পিক নান্দনিক সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।
মদ্যপ অবস্থায় রমেন মিত্র টলতে টলতে ঘরে ঢোকে সোফায়
গা এলিয়ে দিয়ে বসেন, ঈষত্ জড়ানো গলায় ডাকেন--" অনু অনুজা
My Sweet Darling

অনুজা কার্পেট উপর বসে বাপির জুতো মোছা খুলে দেয়।

রমেন তাঁর মেয়েকে হাত ধরে কোলে বসিয়ে আদর করে বলেন--
অনুজা মা তুমি রোজ আমার জুতো মোছা খুলে দাও  কেন মামণি ?

No comments:

Post a Comment