আমি কেন নষ্ট মেয়ে হই ?
শ্যামল সোম
আজ নব্য অতি আধুনিকতার
আমি এ যুগে সুপষ্ট কোই গো
এই যে, বাবুমশাই ! কার কি এসে যায়
এ সমাজের আমি যদি নষ্ট মেয়ে হই।
শতসহস্র সাবধান, পই
পই, বারণ করে সংবাদ পত্রে, টিভি
চ্যানেলে চ্যানেলে প্রতিবেদন
সমপ্রচারিত হয় কত চ্যানেলে,
সামাজিক অবক্ষয়ের
উত্তপ্ত পর্যালোচনা প্যানেলে
গণ্যমান্যের পর্যবেক্ষণ,
উচ্চ কন্ঠে ভাষ্য ভাষণ
দেন জবাবদিহিতা দূষণ,
নেতা থেকে শ্রোতা
তর্ক বিতর্ক প্রাসঙ্গিকতা।
আমার নষ্ট এ জীবন
একান্ত আমার আপন
ছ্যা, জন্ম গ্রহণ নির্মম
দরিদ্র পরিবারের সন্তান
ছিঃ কন্যা সন্তান জন্ম এ
তো অভিশাপ পালন।
সেই শৈশবেই শুরু
অবহেলা অযত্ন আগাছার
আমার তরতর করে বেড়ে ওঠা,
গায়ে লাগে সার, নিটোল গড়ন
অদ্ভুত আশ্চর্য লীলা খেলা চলন
ভরপেট খাওয়া নেই, দেখা হলেই
" এই যে মিনু
চকোলেট খাবি, কাছে আয়,"
ভালোবাসার এ ডাকের কি ছিনু
স্নেহ মমতা ভালবাসার অপেক্ষায়?
জননী মা পালাতেই, ঐ লম্পট--
মাতাল বাপ কারখানা
ফেরত সঙ বর সেজে সাথে
বউ , কটা ছানাপোনা।
সৎমায়ে মায়ের কাছে
আদর যত্ন নিলে তবেই ত্বক
চকচক করে জ্বলছে আগুন
চোখ খুড়তুতো ভাই যে,
বছর দশেক বয়সে আদরে
আদরে কোলে বসেই
কেঁড়ে নিল, কেঁদে ফেলি
তখনই কি গো নষ্ট মেয়ে হই।
" আমার হৃদয়ের আকাশে
আঁকা তুই মউ রঙধনু তুই বউ !"
রতনের উষ্ণ আলিঙ্গনে
আদরে ভেসে ঝর্না ঝর ঝরে।
চাউমিনের ঢেঁকুর, ঢেঁকুর
তোলা, নিত্য খেলা বৃষ্টি পড়ে।
জমেছে বৃষ্টি জমা জল শত
নোংরা এ পাড়ার এই খালে
খালের পাশে, নকল ফুলে
সাজানো ঘর, প্রায় রোজ রাতে
হাত ধরে টেনে আনি নিত্য
নতুন বর, যে যখন থাকে সাথে,
আদর যত্ন করি বদলে দিয়ে
যায় পেটের খোরাক রসদে
কি জুটবে ছত্র ছত্রাক এ অভিশপ্ত
আমি নষ্ট মেয়ে ওরা ভালবাসার খদ্দের?
No comments:
Post a Comment