Tuesday, 26 March 2019

পঁচিশে মার্চ ভয়ঙ্কর রাত্রি

পঁচিশে মার্চ ভয়ঙ্কর রাত্রি     ( এখন কাব্য মাধুর্য নয় কঠোর প্রবন্ধ )

শ্যামল সোম

ঢাকার পদাতিক পাক সৈনিকের হেফাজতে
রাতের নিস্তব্ধতা নেমে খাঁ খাঁ বিভিন্ন রাজপথে
মাঝেমধ্যে দুরন্ত গতিতে ছুটেছে মিলিটারি ট্রাক
অস্ত্র এল এম  জি হাতে পাক রেজিমেন্ট সৈন্য।
ঘরে ঘরে পিদীম জ্বলে আগুন জ্বলে ওঠে মনে,
রেডিও সতর্ক করে  ঘোষনা হলো পূর্ব পাকিস্তানের
বিরোধীদলীয় নেতাদের ষড়যন্ত্র চলছে সাবধান।
কঠোর হাতে পাকিস্তানের জাতীয় ঐক্য বজায়
রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে কেউ
পাকিস্তান বিরোধী কাজকর্মে লিপ্ত হলে আর
রেহাই নেই, কোন ভাবে পবিত্র দেশ পাকিস্তান
জাতীয় নিরাপত্তা সংবিধান লঙ্ঘন করে দেশ
ভাঙার অপরাধে অভিযুক্তদের বিচারের ভার
ভারপ্রাপ্ত পাকিস্তানের দায়িত্ব পালনে কর্মকর্তা
তাঁরা মিলিটারি ব্যারাকে ট্রায়াল রুমে বিচারকের
দেশব্যাপী বিদ্রোহীদের হাতে হাতকড়া বেঁধে তাদের
সনমূখিন হতে হবে, বাঙালি বুদ্ধিজীবীদের ধরে
আনা হয়েছে তাঁরা প্ররোচনা মূলক কাজে ব্যস্ত তারা
ছিলেন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে হাত
মিলিয়ে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে চাইছে।
সন্ত্রাস গ্রাম শহরের বিভিন্ন জেলার মানুষ শরণার্থী
এক কোটি পেয়েছে ঠাঁই ভারতে চলে এসে আশ্রয়
প্রার্থী, ক্ষুধার্ত তৃষ্ণার্ত নারীদের নগ্ন স্তনে বেয়নেট
তিন লক্ষ মা বোন ধর্ষণ নির্যাতনের শিকার হয়েছেন।
পাকিস্তানের তৎকালিন রাষ্ট্র নায়কের আদেশে সন্ত্রাস
তিরিশ লক্ষ শহীদ হয়েছেন হত্যা করা হয়েছে নির্বিচারে।
বিশ্বাসঘাতকের সহায়তায় ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে
তল্লাশি চালিয়ে কবি নাট্যকার সাহিত্যিক জ্ঞানী গুনিদের
মহান আল্লাহ্ নামে শপথ গ্রহণ করে অসংখ্য ঐ সাংবাদিক
শিক্ষক প্রফেসার বহু কবি চিন্তাবিদ খুন করা হলো গোপনে।
বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে  জবাই করা হলো ব্যারাকে
মহিলাদের ধরে এনে সরকারি মিলিটারি সৈন্যদের উল্লাস
এক অদ্ভূত আঁধারে আচ্ছন্ন হয়ে ছিলো বিগত  পূর্ব পাকিস্তান
থেকে বাংলাদেশে গড়ে ওঠার পশ্চাতে রক্তাক্ত ইতিহাসের পাতায়,
অদূর ভবিষ্যতে ইতিহাসের পুনরাবৃত্তি না হয় খুব সতর্ক থাকতে হবে।

No comments:

Post a Comment