Sunday, 3 March 2019

মশালের আগুনে পুড়ছে কবিতা

মশালের আগুনে পুড়ছে কবিতা

একা একা একাকীত্ব
বোধ ক্লান্ত করে
ফিরে গেছি আমার
শীতল শয্যায় ধরে
উদ্দীন ফনা উন্মুখ চুম্বন
ঠোঁট স্বপ্নে ফেরে,
আমার ভীষণ প্রিয়া
জীবন্ত কিংবদন্তি চড়ে।
কবিতা দেহকুঞ্জ প্রবেশ
পুঞ্জ পুঞ্জ গুল্ফ নড়ে
কবিতার সাথে সহবাসের
গল্প ভ্রূণ কাব্য জঠরে
বট গাছের শিকড় গভীরে
গহ্বরে হারিয়ে আদরে
মাটিকে ভালোবেসে আলিঙ্গনে
প্রেম বট বৃক্ষ স্বয়ম্ভু স্বয়ং !
আমি বিদেশী আজ আছি
অধির প্রতীক্ষায় কবিতা
রানীর সাগর দীঘি খনন
করে কাব্য মাধুর্য মুগ্ধ অন্ত
হীন যুগলবন্দি একই সুরে
দ্বৈত কন্ঠ, "সেদিন দুজনে
দুলেছিনু বনে, আকাশ কুসুম--"
হচ্ছিল গান হঠাৎ কে
এলো রে রে করে তেড়ে এসে ,
এক টানে কবিতাকে
তোমাকে ছিনিয়ে নিয়ে
চ্যাংদোলা করে গেলো খাল
পাড়ে অন্ধকার ঝোপের
আড়ালে চলছে গণধর্ষণ।
কবিতার বুকফাটা আর্তনাদ
শুনে প্রাণ হাতে মশাল
নিয়ে ছুটে যাই মশায়ের
আগুনে ঝলসে যায়, শকুন
দলে দলে পুড়ে মরছে
মশায়ের আগুনে পুড়েছে কবিতার শব!
ধর্ষক ওরা মৃত্যু  একমাত্র
শাস্তি পায় তৃন শয্যায় চিত
হয়ে শুয়ে কবিতা বিধ্বস্ত
আধপোড়া বিভৎস বিকৃতি
ক্লান্ত শরীরে আগন্তুককে
আমাকে দেখেই ঝাঁপিয়ে
পড়ে জড়ায় দুহাতে জড়িয়ে
বুকে হু হু করে কাঁদে আমার
ভীষণ প্রিয়া জীবন্ত কবিতা।

No comments:

Post a Comment