Sunday, 3 March 2019

কবিতা আমার আদরের পাগলী

কবিতা আমার  আদরের  পাগলী

বাঁশিওয়ালা

তুই বিশ্বাস কর পাগলী
তোকে দেখে  ভালোবেসে
কক্সবাজারে  সমুদ্র সৈকতে 
পেতেছি শয্যায় শয়নে স্বপনে 
জ্যোৎস্নায় আলোকিত 
ঢেউয়ে ভেসে যেতে তোকে
বুকে আঁকড়ে ধরতে  
চাইছি আমার পুরোনো
প্রেমিকা কবিতাকে,
কাব্যের  আঙিনায় সে রাতে
রঙিন সামিয়ানার নীচে , 
আমার কবিতা নূতন কনে 
সেজে কনকচাঁপায় সজ্জিত
সোনালী রঙের বেনারসী শাড়ির 
আঁচলে  জামদানীর খোমটায়
আড়ালে লাজুক মুখে চন্দনের 
কারুকার্য, কপালে,গাঢ় লালে 
লাল কাঁচুলি, মেঘের বরণ চুল
ঢাকা নীল ওড়নার  আড়ালে 
একজোড়া মীনাক্ষীর পলক 
কাঁপে তির তির হৃদয়ে কম্পন,
কাঁপছে শরীর, কবিতা তোর 
অন্যের ইচ্ছা অনিচ্ছায় বিবাহে
উৎসবে কাঁপিয়ে দেয় এ হৃদয়।
আমার হৃদয়ের গহ্বরে অশ্রু ঝরে
বুকে ভেতর বৃষ্টি পড়ে বৃষ্টি  পড়ে।
কনে সাজে কবিতা তুই যখন পরদা 
আড়ালের কাজীর নিকানামা পড়ান,
জিগায়, " কবিতা বিবি  
ওমর ফারুক কে স্বামী 
রূপে তুমি কি কবুল করো ?
হঠাৎই  আমার  দিকে তোর সজল
চোখে তাকিয়ে আছিস---" !
ভালোবাসার প্রতিমূর্তি গাঁথা রইলো।
তারপর বহু জল বহে খর স্রোতে 
বহে গেছে পদ্মা ও মেঘনা দিয়ে।
পঞ্চাশ বছর ভালবাসায় কবিতা
তোর রূপের আগুনে বিদগ্ধ মনে
আজও ভালোবাসায় ভেসে যাই 
প্রেমিকা কবিতা তোর খোঁজে 
জানিস পাগলী আপ্রাণ চেষ্টা করছি  
অনেক চেষ্টা  শুদ্ধ কাব্য লেখার
কিন্তু  বারবার ছন্দ পতন ঘটছে, সঠিক 
শব্দ চয়নে ভুল হচ্ছে, বাক্যের বিন্যাসের
যুক্তি খুঁজতে গিয়ে কাব্যের 
নিষ্ফল চেষ্টা করে যাচ্ছি শত বিনিদ্র রাতে, 
একটি বিশুদ্ধ কবিতা লিখতে না পারার
ব্যর্থতা কি ভয়ংকর ভাবে সারা রাত বিনিদ্র রাখে,
বুকের ভেতরে সমুদ্রের ঢেউ  প্রচন্ড  আঘাতে 
আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই প্রতিদিন ।
আক্ষেপ রহে গেল , সত্যিই  একটি কবিতা 
যা এই বিষন্ন সন্ধ্যায় বাসায় ফিরে 
দেখি কেউই নেই, হাহাকার বাতাসে 
ভেসে বেড়ায় হারোন প্রেম কবিতা 
তন্ময় হয়ে পড়ি আমার পরিচিতার এক 
নারীর সুখে বাসর আশ্চর্য  অসাধারণ 
কাব্যময়  তাঁর লেখা ভাবের প্রকাশ অনবদ্য সৃষ্টি 
কাব্যিক এক নদী কুল কুল করে 
বহে যাচ্ছে হৃদয় জুড়ে যেন আমার মনের গোপন কথা,?

No comments:

Post a Comment