কবিতার আলিঙ্গনে প্রেম
শ্যামল সোম
আমার ভীষণ প্রিয় কবিতা তুমি
আমার কৈশোরের সঙ্গিনী প্রেমিকা
শব্দের চুম্বনে চুম্বনে রক্তাক্ত করেছি
পরস্পরের আলিঙ্গনে চুম্বনে চুম্বনে।
আমার ভীষণ প্রিয়া জীবন্ত কিংবদন্তি
আমার ভীষণ প্রিয় আপন স্বজন তুমি,
যৌবনে আমি অপার ভালোবাসে চুমি -,
আমি প্রবল আগুনের লকলক লেলিহান
আমি তুফান তোলা ঝড় রাতের প্রেমিক
ভয়াবহ অন্ধকারে একে অজানা আগন্তুক।
আমি আমার উগ্র আগ্রাসী সর্বনাশা এক
ভালোবাসার ছোঁয়ায় শিহরিত তোমার
নরম পেলব নগ্ন দেহ পরস্পরের সাথে
ফাল্গুন মাসের পূর্ণিমায় জ্যোৎস্নায় বসে
সমুদ্রের ঢেউ শব্দ প্রাঞ্জল ভাষায় মুগ্ধতা
নিয়ে আমার কাঁধে মাথা রেখে তাকিয়ে
দেখছি দুজনে ফসফরাস আলোর বন্যা
রাতের পূর্ণিমা আলোয় আলোকিত কন্যা।
তুমি কবিতা আমার দিকে এগিয়ে এসে
তৃষ্ণার্ত দুটি তপ্ত দেহ পরস্পরের সাথে
গড়ায় বালু শয্যায় উন্মুখ যেন দহণ জুড়ায়
আমাদের পরম প্রাপ্তি ভালোবাসা সুড়ঙ্গে
সরীসৃপেরা মত ঢেকে ঢুকে নয় সোজাসুজি
তোমার মনমোহিনী চাউনির ইঙ্গিতে সাড়া
দিয়ে ডুব দিতে এগিয়ে যাচ্ছি লতাপাতা গুলম
ঝর্ণা পড়া ঝরে যাওয়া মুহূর্তে ভুলে পদস্খলন
না না একি অপার ভালোবাসে লাফা উদগীড়ণ।
ক্লান্ত শরীরে ঘুমে মধ্যে প্রেমে কথা হয় চয়ন
তোমার নগ্ন স্তন নিটোল খুব সুন্দর জিবে লেহন
করছি পদ্ম পাতার ঢাকা রক্তিম পলাশ রক্তিম
শিমূল ফুলের ঘ্রাণ অঙ্গে অঙ্গে জ্বালা দহণে দগ্ধ
এই দহণ জুড়ায় তোমার আলিঙ্গনে চুম্বনে বদ্ধ।
আমার জীবন্ত কবিতা তোমাকে স্বপ্ন বল্গাহীন
আমার ভীষণ প্রিয় আপন স্বজন তুমি আদরের
আমার প্রেমিকা বাসন্তীকা রঙে রঙে রাঙিয়ে
দিয়েছো তোমার সমর্পিত দেহ প্রেমে দেহ ভরিয়ে
আমাদের পরস্পরের সাথে উত্তীর্ণ সিঁড়ি বেয়ে
আমার কবিতাকে কোলে করে স্বর্গে আরোহণ।
No comments:
Post a Comment