Sunday, 3 March 2019

চাঁদের কণা চন্দ্রাণী

চাঁদের কণা চন্দ্রাণী

শ্যামল সোম

ফাল্গুন মধু মাসে ফাল্গুনের
আকাশে বাতাসে মিলনের
সুর, বসন্ত জাগ্রত দ্বারে 
কৃষ্ণচূড়া রাধাচূঁড়া গাছে
গাছে  পলাশ শিমূল শত
সহস্র মানব মানবীদের
প্রেমের কাননের মালিনী
শুভকাঙ্খী তোমার এই
সহমর্মিতা ভালোবাসায় সিক্ত
পিয়াসী মন আপ্লুত মগ্নতায়
ভরে গেলো এই বৃদ্ধের
রক্তিম পলাশের ভালোবাসা নিও।
আজ ফাল্গুনে রঙে রঙে
রাঙিয়ে দিয়ে যান কবি
পারুল বোন আমার চম্পা
এ যেন রূপকথার কাব্য পদ্মা,
সাত ভাইয়ের এক মাত্র  বোন,
পারুল বোনকে আমি কৃতজ্ঞতা
জানাই শতসহস্র শুভেচ্ছা।
অনবদ্য এই তাঁর হাতে ছোঁয়ায়
কারুকার্য খচিত কাব্য গাঁথা হয়ে
যায় এ ছবিতে গুণমুগ্ধ আমি ।
আপ্লুত হয়ে আছি তোমার কাব্য
মাধুর্যে নান্দনিকও শৈল্পিক চিত্র
কল্পে কবি আমার মুগ্ধ মগ্ন হয়ে
তোমার জন্যে সগর্বে বুক ভরে গেলো মন।

No comments:

Post a Comment