Sunday, 3 March 2019

শীতার্ত রাতে উষ্ণতা খোঁজে

শীতার্ত রাতে উষ্ণতা খোঁজে

শ্যামল সোম

একা একাই কাঁদি
বিনিদ্র রাত জাগে 
মন ঐ তারাদের 
সাথে, তারা মণ্ডলে 
রাতের আকাশে,
তুমি নক্ষত্র জ্বলে 
তুমি অরুন্ধতী।
তুমি চলে গেছো
অজানা সীমানায়--
ফেরা কি কখন যায়?
নন্দিনী এসো ফিরে
এসো এই নির্জন রাতে।
আকাশে বাতাসে 
পৌষে শস্য শ্যামলা 
মাটির ঘ্রাণ ভেসে
আসে নবান্ন উৎসবে।
তোমার ভালোবাসার
স্রোতে আজও ভাসে
মমনের ব্যথিত ব্যথা 
ব্যাকুল ফিরে পেতে চায়।
অকৃপণ প্রকৃতির সাথে 
সহবাসের শীতার্ত রাত
শিহরিত হয়েছিলাম 
তোমার আলিঙ্গনে
তাপিত চুম্বনে চুম্বন।
সুখ স্মৃতি মনে পড়ে 
যায় আমার হৃদয়ে
শূন্য অপূর্ণ সাধ জাগে
শীতার্ত রাতে উষ্ণতা 
খোঁজে তপ্ত শরীর 
আজ কাছে তুমি নেই, 
বালিস ভিজে যায় 
বহে দুচোখে অশ্রু নির।

No comments:

Post a Comment