Tuesday, 26 March 2019

অকারণেই রক্তপাত


বিষয় --  প্রবন্ধ

অকারণে রক্ত পাত

শ্যামল সোম

স্বাধীনতা স্বাধিকার আদায়ের লক্ষ্যে
নয়, মানবিকতার জয়গান জীবনে গান
বাংলা ভাষায় গাওয়ার সামান্য একটু
মাতৃভাষার অধিকার নিশ্চিত করতেই,
দেশভাগের ইতিহাস আশ্রিত প্রবন্ধাবলী
পড়লেই যুক্তি উপস্থাপন করার শর্তাবলি
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই দেশভাগের
ভাগাভাগি হয়েছিল ঐ নেতাদের মর্জি
হিন্দু মুসলমানের মধ্যে প্রেম না থাক সূর্যি
উঠলে আযান পরেই ঘরের স্ত্রী  তুলসিতলা
প্রদীপ জ্বেলে, শঙ্খধবনি, মন্দিরে কাঁসারঘন্টা।
মাঝেমধ্যে দুই সম্প্রদায়ের শাসন সুলভ মনোবৃত্তি
ঐ সংসারে দাদা ভাইয়ের সাথে বকা, মার, চড়
চাপড় মন মালিন্য কখন মহরমের মিছিল তারপর
পুজো পার্বণ মাটিতে গড়া প্রতিমা মানে না বরাবর
প্রতিমা সাবেক শোলার সাজ সরঞ্জাম মুসলিম এর
পৃষ্ঠপোষক জোগানদার, বিসমিল্লা খাঁর দাবি বহু
পুরুষ ধরে কাশীর শিবের মন্দিরে সানাই বাজাচ্ছেন।
কিন্তু পাপ বাপকে ছাড়ে না প্রাণে বেঁচে গেলে সময়ের
সাধন সময় গেলে সাধন হবে না, সাধন কে বা চায়
রতনে রতন চেনে তাই ভালোবাসা ভাগ হয়ে গেলো
দুই দলের দলবাজি রাজনীতির ব্যবসায় জড়িত নেতা
কে বড় নেতা কে ছোট নেতা ভরভরন্ত দেশ মাতৃকাদেবী
অঙ্গ ছেদ, ক্ষুধার্ত নেতাদের কন্ঠ " লড়কে লেঙ্গি পাকিস্তান
কন্ঠস্বর শোনালো, " হরে হরে মহাদেব, বাঙালি বলি হলো
পাঞ্জাবি পাকড়ি সামলে তলোয়ার ত্রিশূল বল্লম হাতিয়ার হাতে
লড়াই করে দেশভাগ মেনে নিয়ে জনতা ভাগ করে
স্থিতিশীল অথচ মর্মস্পর্শী আবেগ প্রবণ বাঙালি কাঙালের
মতন সাংস্কৃতিক কাব্য সাহিত্য সঙ্গীত প্রেমে সর্বস্ব হারিয়ে
নেতাদের আদেশ মোতাবেক দ্রুত পরিবর্তন হয়েছিল মুক্তিযুদ্ধ
যুদ্ধ শেষে তিরিশ লক্ষ খুন, তিন লক্ষ মা বোন ধর্ষণে
নির্যাতনের শিকার কে হিসাব রেখেছে লিপ্সা নিশ্চিত করতে
জারজ সন্তান পরদেশে বসবাস মাদার টেরেসা নাম মনে নেই,
আত্মঘাতী বাঙালি এই স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যিনি
আমাদের জন্য ইসলাম বা সনাতন ধর্ম সে হিন্দু !
কাজী নজরুল ইসলাম যিনি, " একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান"
হঠাৎ তিনি বাক রুদ্ধ হয়ে গেলেন ----- !

হিন্দু তুমি ব্রাহ্ম না মুুসলমান হও মানবতার বিরুদ্ধে যাঁরা তাদের  কাছ থেকে
ছিনিয়ে নিয়ে এসেছিলেন তিনিই  বাংলাদেশের স্বাধীনতা 
এই অঙ্গীকার রক্ষা প্রয়াসী হয়েছিলেন  ময়ীয়সী নারী বিস্মৃত
হতে হয়, দুই নেতা নেত্রী প্রাণ দিলেন নিজের দেশের লোক 
মানুষের  সহযোগীদের গুলিতে পরপর বৃষ্টি মতন গুলবর্ষন।
আবার হবে না তো ইতিহাসের পাতায় স্বাধীনতা রক্তাক্ত কে
তা কে বলতে পারে ইতিহাসের পাতায় স্বাধীনতা লেখা থাকে।

No comments:

Post a Comment