Sunday, 3 March 2019

শৈশবের ফেরারী প্রেম তুই জুঁই

শৈশবের  ফেরারী প্রেম তুই জুঁই

শ্যামল সোম

আমার গাঁয়ের মাটির ঘরের
শৈশবের খেলার সাথী জুঁই
ফুলের ঘ্রাণ অঙ্গে অঙ্গে মুই।
হঠাৎ কালবৈশাখী ঝড়ে পড়ে
তাণ্ডব জমি দখলের লড়াইয়ে
ময়দান ছেড়ে অতীতে পলায়ন।
বহু বছর আগে ফেলে আসা
গাঁয়ে জন্মভূমি শিকড়ের টানে
জূঁই তোর ভালোবাসা আকর্ষণ
এত গুলো বছর বসন্ত চলে যায়
এ বছর এই বসন্তের ফাল্গুনী বৃষ্টি
তুই অসময়ে তুফান বেগে ফিরছি
পথের দুধারে লালে লাল রক্তিম
তোর গালে চুমু খায় বাতাস বইছে
হু হু  শৈল্পিক  নান্দনিক প্রেম অম্লান
কৃষ্ণচূড়া গাছে গাছে পলাশ শিমূল
ফুলের নেশায় আবেশে ঢলে পড়ে।
জুঁই আমাকে তুমি ভুলে গেলে
আমি বিদেশী আজ তবু যাবো
একবার যদি কাছে ডাকো দুলা
সেজে শেরওয়ানি পরণে তাজ
মাথায় সাদা ঘোড়া অপ্রতিরোধ্য
গতিতে  নদী সমুদ্র পাহাড় ডিঙিয়ে,
তোমার আমার বিবাহ আসরে গিয়ে
তুমি সোনা অপরূপা কন্যা পরীর মত
সেজে পর্দার আড়ালে স্বপ্নময় চোখে
তাকিয়ে আছো সোনামণি বলো বলো
কবুল কবুল কবুল ব্যাকুল হয়ে অপেক্ষা
করছি আমরণ মিলন হবে কতদিনে দিনে ?

No comments:

Post a Comment