Sunday, 28 April 2019

আগুনে ছোটে পতঙ্গ কি নারী

আগুনে ছোটে পতঙ্গ কি নারী

শ্যামল সোম

আমি নারী  প্রাণেরও আশা ছেড়ে
প্রেমে  জেনে শুনে বিষ করেছি পান
কি সুখুর আশায় পুরুষকে কেন চান
লোভে পাপ পাপে মৃত্যু চেতনা সচেতন
মহান আল্লাহ্ প্রভুর কাছে কি কৈফিয়ত ?
সত্য যা উদ্ভাসিত শেষের বিচারে শাস্তি
ভয় নেই বিষাক্ত পতঙ্গে হুল ফোঁটায়
তখন তৃণ শয্যায় উন্নীত পৌরুষ বিদ্ধ করে
চুম্বনে আলিঙ্গনে অসহ্য যাতনায় কত সুখ।
প্রস্ফুটিত নব্য যুবতী দলিত ফুলে ফেঁপে
জ্ঞান হারায় কখন মৃত্যু হয় এসিডে পোড়ে
হায় নারী নির্যাতন সহে যুগে যুখ হারায়েছো
প্রতিরোধের ক্ষমতা বোরখা খোমটার রয়েছো।
এক বুক ভালোবাসার নদী জমাট বরফ হয়ছে
যুগে যুগে মহাকাব্যে ইতিহাসের মহাভারতে নারী।
প্রাক ঐতিহাসিক যুগের গোষ্ঠী দ্বন্দ্ব বিধ্বংসী 
আক্রমণে লুণ্ঠিত গৃত পালিতত পশু আর নারী।
একবিংশ শতাব্দীর সূচনা পর্বে মাদ্রাসায় স্কুলে
সত্যই কি কখন অঘটন ঘটে ? গ্রামে ঝোপ ঝাড়ে,
শহরে পার্কে গিয়ে প্রেমিককের সাথে হোটেলে
ফিরে পয়াতি অবস্থায় আততায়ীর হাতে মৃত্যু খুন
আত্মমগ্ন আত্ম গ্লানি আগুনে পুড়িয়ে নিজেকে
ভালোবাসা পিয়াসী মন গোনে আমরণ মাশুল
দিতে ক্লান্ত!নারী পুরুষকে পেতে সাজো রঙিন
প্রজাপতি পতঙ্গ ভ্রমর কাছে কেন ভালোবাসা
আশায় বুক বেঁধে থাকে কার প্রতীক্ষায়  থাকে ?

No comments:

Post a Comment