সতিন নিয়ে ঘর
শ্যামল সোম
এই সাত সতিনের ঘর স্ব বাসর
কখন কে পায় কবে বরের আদর,
সাত সতিনে সতিনদের চুলোচুলি
মুখে মধুর বুলি রাগে কেউ হাত
ভাঙালো, মাথা ফাটলো,সুন্দরী
মত্ত সোয়ামী এসে খুব পিঠলো।
এখন একে অন্যের গলা ধরে
বুকে জড়িয়ে নিয়ে সবাই এক
সাথে কাঁদছে, একে একে অপরের
চোখের জল মুছিয়ে দিয়ে আবার
হেঁসেল ঢুকে আগুনের চুলায় উপর
হাড়ি চাপালো, এক এক জন কেউ
বাটনা বাটছে, তরকারি কাটছে, কেউ
বাসন মাজছে, জল ভরতে গেলো,
আদরের ছোট গিন্নি পান খেয়ে ঠোঁট
লাল করে, নুপুর পায়ে রুনু ঝুনু তালে
হেলে দুলে স্বামীর গোসা ভাঙাতে এলো,
হেসে এসে খুব কাছে গিয়ে মুখে খাইয়ে
দিলো পান, গতর নিয়ে পাশে শুলো হারিয়ে
সুখের সাগরে ভেসে অনন্ত পরম আহ্লাদে।
বড় বললে, " কি বলবো বোন যত দিন
এ শরীরে যৌবনের ফুল ফুটে ছিলো কত
আদর কত সোহাগ এই তো রে মেয়ে বল
এ মেয়েছেলে জীবন, কবে আসবে মরণ?"
No comments:
Post a Comment