Sunday, 28 April 2019

আমার দেখা বাংলাদেশে ভালো মানুষ

আমার দেখা বাংলাদেশে ভাশো মানুষ

শ্যামল সোম

বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী
আমার এমন এক বিরল ব্যক্তিত্ব মহান
আমার ভীষণ প্রিয় মোমিন মানুষ এর
সান্নিধ্য আত্মিক সম্পর্ক গড়ে উঠলো
আধ্যাত্মিক আলোচনায় আত্মমগ্ন হয়ে
তন্ময় হয়ে শুনছিলাম Ramakrishna
Mission সম্পর্কে খুব উচ্চ ধারণা রাখেন।
উনি বললেন, " শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন
হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্ম এর নির্যাস রামকৃষ্ণ
দেবের কথামৃত GOSPEL OF RAMAKRISHNA
আমার ভালোবাসার মানুষটিকে আকাশ ছোঁওয়া
বাসনা নিয়ে যাবে আমাকে ঢাকা থেকে চলেছি
কোলকাতায় বিমান বন্দরে সর্বত্র খুঁজি স্বীয় অস্তিত্ব
আপন অস্তিত্ব খোঁজাই জীবন উনি আলোলিত করেন
আমার মনকে উনি আলোকিত করেছেন অভিনন্দন
জানাই ভালো থাকবেন শুভ কামনা রইলো আপনার
জন্য দোয়া করছি মহান স্রষ্টা প্রভুর কাছে প্রার্থনা করি
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি।

No comments:

Post a Comment