Wednesday, 17 April 2019

জল জ্যোৎস্নায় আমার কবিতা

জল জ্যোৎস্নায় আমার কবিতা

                              এ জন্মের  ভীষণ প্রিয় বান্ধবী

শ্যামল সোম

বান্ধবী তোমাকে ভীষণ ভালোবাসি
বলেই বারবার ওগো কাছে আসি,
বান্ধবী, তোমার কথা প্রায়ই মনে
পড়ে বন্ধু  গো আমার,স্বর্ণালি
গত জন্মে তুমি ছিলে আমার
ভীষণ প্রিয় কে ছিলে, আপন
প্রেমিকা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে
ওঠে ছিল পরস্পরের প্রতি টানে,
ভালোবাসার ছোঁয়ায় শিহরিত
দেহের শিরায় শিরায় বোধ।
বৃষ্টি ভেজা হিমেল বাতাস বইছে
হু হু করে তুমি আমার আশ্বিনে
কাশবনের কন্যা রূপে আগুনে,
উষ্ণ  বন্যা থরথর করে কাঁপছো।
গভীর উষ্ণ আলিঙ্গনে চুম্বন চু
ম্বন রক্তাক্ত ঠোঁটে রাঙা ঠোঁট,
সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে প্রলয়
প্রবল ভূমিকম্প অনুভূত দেহ,
হয়েছিল রক্তিম গোলাপ পাপড়ি
বিছানো উষ্ণ আলিঙ্গনে  পরী
বলে," শ্যাম তোমাকে  ভালোবাসি"
বলেই বারবার  আদরে সুখের
উল্লাসে আপ্লুত মগ্নতায় ভরে
আদরে ঢেউ আছড়ে ভাসায়
ভালোবাসায় পিপাসায় তৃষ্ণার্ত
দুটি দেহে সন্তরণে শরীরের
মোহে পড়ে তাণ্ডব প্রলয় ।
তোমার কি মনে নেই সেই,
দুজনে কত দিনের সম্পর্ক
পরস্পরের সাথে বহুদিনের
পরিচয় রক্তে সম্পর্ক নেই মিল,
নেই আত্মীয়তা এক বন্ধনে,
শুধুই মনের মিল ও প্রীতি  প্রেম।

No comments:

Post a Comment