সৌভাগ্যবতী নারী ভালোবেসে আত্মহনন
শ্যামল সোম
ভালোবাসার ছোঁয়ায় নারী সে শৈশব
বাবার স্নেহছায়ায় কৈশোরে এ সৌরভ।
বাবার শরীরের ঘ্রাণে প্রাণ হারায় সে,
যৌবনে প্রারম্ভে খোঁজে পুরুষের অঙ্গে।
খুঁজে ফিরি জনে জনে যথার্থ মানুষ সঙ্গী
যে হবে আপন স্বজন প্রকৃত বন্ধু সহযাত্রী,
জীবনে চলা পথে এগিয়ে যাবো তাঁর সথে
সাথী হাতে হাত ধরে স্বাতী নক্ষত্র দীপ্যমান
প্রেম অম্লান শুভ্র জুঁই অর্ঘ্য এ দেহমন অর্পণ।
সমর্পিত নারীর জীবন যাপন সুখের আশায়
ছদ্মবেশী চরিত্রহীন পুরুষ প্রেমিক স্বপ্নময়তায়
হৃদয়ে অনুরোরণ কাব্যময়তায় মায়াজালে বদ্ধ,
প্রেমের আলিঙ্গনে প্রেমিক ঘনিষ্ঠ সম্পর্ক আবদ্ধ।
বিবাহে গড়ে ওঠে নিবিড়তা ভূমিষ্ঠ হয় দেহে দোঁহে
মিলনের আনন্দে স্রোতে ভাসে ক বছর পরে মোহে
পড়ে প্রেমের সংস্পর্শে চরম আঘাত স্বামীর পলায়ন,
সন্তান জন্ম জন্মান্তর তিতিক্ষায় কেমনে যায় জীবন ,
ভালোবাসার অপরাধে অভিযুক্তার সামাজিক নির্যাতন
সৌভাগ্যবতী সত্যবতীর কি নারীর অভিশপ্ত হয় যাপন।
No comments:
Post a Comment