ঘুনপোকা ছোটগল্প
শ্যামল সোম
পুরনো কোলকাতায় কিনু গয়াল গলির ষোল নম্বর বাড়ি পথের ধারে ঘর লোনা ধরা দেওয়াল জুড়ে রয়েছে আঁকা
পিকাসোর বিখ্যাত সেই ছবি খসে পড়া চুন বালি মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে বৃহত্তর সাম্প্রদায়িক সম্প্রীতি
হীন মনোবৃত্তি হাজার বছরের দাসত্ব দাস সুলভ মূল্যে বোধের জীবনে অমল ভট্টাচার্যের ছেঁড়া পাতার ডায়রি চলছে লেখা কালের কলসে হতে কলমে ডুবিয়ে লিখে চলেছি ইতিহাসের পাতা থেকে উঠে ধ্বংস স্তূপ মাঝে আছি দাঁড়িয়ে।
উত্তাল হয়ে উঠেছে বাজছে দামামা ভারতবর্ষে স্বাধীনতার হস্তান্তর করা হবে খড়ের মানুষের হাতে।
সকল অঙ্গ রাজ্যের রাজা ভোগ বিলাসের পাশাপাশি হারেমে সুন্দরী তরুণী নারীর সাথে সহবাসের ফসল লক্ষ লক্ষ
জারজ ভরে গেলো কুলীন শত বিবাহ এ সামাজিক দায়বদ্ধতা আজে পবিত্র গ্রন্থ থেকে পাঠা শত শত কিশোরী পরিপূর্ণ নারী পূর্বেই চারবিবির বছর বছর প্রসব করলো বাছুর গোয়ালের মঙ্গলা গাই, জীর্ণ হলেই পিল কানায় পাচার।
তন্বী কিশোরীর স্তন নিটোল নয় দাঁতাল শুয়োরের মত গুছিয়ে চলে লোমশ বাপের বয়েসের মন্ত্র মালা বদল বা কবুলনামা কায়েম হয়েছে রক্ত ঝরা বন্য হাতির তাণ্ডবে খেলনার মতো দেহ দলিত মোথিত আজ নারী ভৃত্য দাসী
উপোসী বাঘের আগ্রহী আগ্রাসী উত্তাল সময়ের কলম জীবনের রঙমঞ্চে নৃত্যাঙ্গন পুতুল নাচের ইতিকথা, ঘুনপোকা।
মহা কাল ভারতবর্ষে স্বাধীনতার প্রাক্কালে কলংকিত রক্তাক্ত মানচিত্র, এ দেশের মসনদে বসার জন্য খেপিয়েছেন
উন্মাদ উন্মত্ত গোষ্ঠী দ্বন্দ্ব বিধ্বংসী পবিত্র আগুনে পুড়েছে ঘর বাড়ি ঠাঁই নাই, পলায়নের পথে শত সহস্র হতাহত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রাজপথে চৌমাথায়, গ্রামে গঞ্জ বন্দরে শহরে সর্বত্র তাড়া করছে একে অপরকে,
তাড়িত পলাতক অসহায় সন্ত্রস্ত ভয়ার্ত চোখে তাকিয়ে একে অপরকে মন্দির মসজিদ গুরদোয়ার জমায়েত হয়েছে ব্যাকুল হয়ে ছুটে এসেছে ষড়যন্ত্র চাপে ধর্মের বিভেদ ভুলে পরস্পরের প্রতি আস্থা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে
ত্রাণ শিবির, এক দল ভালো মানুষ গ্রামে শহরে গঞ্জ বন্দরে মেডিকেল টিম গঠন করে খাদ্য জীবনের নিরাপত্তা
দিতে সতর্ক প্রহরী বল্লম তলোয়ার শাণিত কৃষান বন্দুক হাতে দাঁড়িয়ে পাহারা দেয় মানুষদের জাত ধর্ম নিরপেক্ষ
ভাবে বহু প্রাণ বাঁচে শরণার্থী উদ্বাস্তু গৃহহারা দের পাশে দাঁড়িয়ে আড়াল করে চাদর চড়িয়ে পুষ্প পুত্র কন্যা ভূমিষ্ঠ হওয়া শিশুদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা দোয়া করছেন নতজানু হয়ে মোনাজাত।
ক্রমশ ফুরিয়ে যাচ্ছে জীবন
No comments:
Post a Comment