Sunday, 28 April 2019

নারীর ভালোবাসা আকাঙ্ক্ষায়

নারীর ভালোবাসার আকাঙ্খায়

শ্যামল সোম

কখন ভালোবাসা পেলাম না কোন
দিন প্রচন্ড ঠান্ডায় উষ্ণতা খোঁজে মন।
আমার জীবন যাপন হাহাকার মজে
গেছে হৃদয়ের বহমান স্রোতসিনী নদী
আমি আমাকে ফিরে পাবো প্রেম যদি
ফিরে আসে অভিশপ্ত ক্লান্ত মন হারাছে।
স্বর্ণালি সূর্যোদ্বয়ের প্রাতে ফিরে গেছে
ভেঙে গেছে মতানৈক্যে দাম্পত্য জীবন
যাপিত জীবনে শুধুই ভয়াবহ একাকীত্ব
রক্তের শিরায় শিরায় বহে বোধ বিপন্ন
দিন যায় কর্মক্ষেত্রে বিনিদ্র রাত বিষন্ন
হাহুতাশ কাতরতায় দীর্ঘনিঃশ্বাসে শয়ন,
আমি ভালোবাসা আকাঙ্ক্ষায় উন্মুখ মন।

No comments:

Post a Comment