হঠাৎ বিবাহে বিহ্বলে সংকটে আছি ( জীবনের গল্প)
পঁচাত্তর বছর বয়সে বৃদ্ধ বৃক্ষ কাব্য প্রেমিক
অত কিছুই অঘটন ঘটে কবির জীবনে,
আমার শেষ লগ্নে আর একবার প্রেমে
পড়ে বিবাহ করলাম।
আমাকে মজা করে একটি যুবতী নারী
ভালোবাসার মায়াজালে জড়িয়ে
ধরেছে আমাকে কাব্যের
গভীর উষ্ণ আলিঙ্গনে, আমার থরথর
করে কাঁপছে দেহ আবেগে কাঁপছে,
স্বর্ণালি হবিগঞ্জের কবিতা।
গত শনিবার হবিগঞ্জে আমার হঠাৎ
এক দোস্তের সুন্দরী তরুণীর
প্রেমে পড়ে হাবুডুবু খেয়ে
প্রেমে পইড়া গেলাম ইয়ে,
প্রেমে পড়ে হাবা হাঁধা হয়ে বিবাহ
নিকানামাতে লেখা হলো দেন মোহর
দশ লক্ষ টাকার বিনিময়ে রক্তকরবী
ফুলের মত মাইয়া রূপবতী ময়নামতী
মধুমতী নদীর
পাড়ে বাড়ি আহা কি অপূর্ব সুন্দর ব্যবহার
আমারে গোসল করাইতো,
নিজে হাতে খাওয়াতো।
গরিবের আঠারো বছরের কম বয়সী
কন্যা সাথে সিলেটে আলাপ,
ধরে হাত হবিগঞ্জের বাসায় নিয়ে এলো,
শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখি
বিবাহের আয়োজন করা হয়েছে।
মৌলবী এসে বিবাহ দেন পরদার
আড়াল থেকে " কবুল, কবুল, " ফিশ ফিশ বলে স্বর্ণালি
আমার গলায় বলতে গলা
শুকিয়ে কাঠ হয়ে গোঁ গোঁ
করছি সবাই চিৎকার করে করে উঠলো,
দুলাভাই কবুল কবুল করছে হাসছে সবাই আনন্দে।
এখন বুজে গেছি ফাঁদ পাতা ছিলো ফেঁসে
গেছি শেষে এখন এই আমার নূতন বিবির সাথে
কেমনে দিন হবে যাপন বুড়ো বয়সে জরাজীর্ণ
বৃদ্ধের সোহাগ যুবতীকে ক্লান্ত করবে।
ভয়ে ভয়ে আছি কে কি মনে করে বৃদ্ধ যুবতী
বউ লয়ে বিমানে কোলকাতায় ফিরলে আত্মীয়
স্বজনদের গালাগালি অপমান বিদ্রূপ করবে,
কেউ কেউ গায়ে জুতো পেটা করবে কত লোকে,
হাতে মারা খেতে হবে কে কি ভাবে নেবে যদি
কোলকাতায় বিবি নিয়ে গেলে ছেলেরা, বউমারা
রেগে গিয়ে হালাল না করে, তাই খুব ভয়ে ভয়ে
আছি, দোহাই আপনারা দোয়া করবেন।
আমাদের নূতন সাংসারিক জীবনের যাবতীয়
সুখে আশায় দোয়া প্রার্থনা করি সবাই ভাল
আছেন নিশ্চই জানেন মহা
সংকটে পড়েছে চিন্তায় আছি।
No comments:
Post a Comment