Friday, 12 April 2019

বাঙালিত্ব এ আমি মৌল্যবাদী

প্রথম  আমি মনুষ্যত্ব বিশ্বাসী মানবিকতা জন্মসূত্র নিষ্ঠ
জননীর প্রসবিত পঁয়তাল্লিশে  সতের জানুয়ারী ভূমিষ্ঠ
ছোট্ট শিশু আমার ক্রন্দন ধ্বনি শুনে উঠলো  হরিধ্বনি
মহান নিরাকার স্বরূপ ব্রহ্ম সনাতন ধর্ম ধারক সনাতনী,
সনাতন  ধর্ম-  হিন্দু, প্রতিমা পূজা পাঠ আচার আচরণ 
আদি মনুষ্যজাতির - সূর্য, বৃক্ষ, পর্বত,আকাশ, বহমান
নদীর উপাসক, পৃথিবীর  প্রাচীনতম প্রধান ধর্ম  প্রবর্তন
করেন পরমা স্রষ্টা প্রভুর সৃষ্ট আদীম ধর্ম হলো মানবতা।
মনুষ্যত্ব হীন অবিশ্বাসী  ঈশ্বর প্রভু সৃষ্টিকর্তাকে বিধাতা
তাঁর রোষানলে পুড়ছে মানুষ গ্রামে শহরে ভুলে ত্রাণকর্তা
গোষ্ঠী  দ্বন্দ্ব  বিধ্বংসী আত্মঘাতী দাঙ্গায়  সংঘর্ষে নিহত
রক্তাক্ত হতে হয় আপন কর্মদোষে প্রারদ্ধ কর্মে আহুত।

পরবর্তী সংযোজনা
প্রবন্ধ

No comments:

Post a Comment