Sunday, 28 April 2019

আজও আমার দেশ বাংলাদেশ

আজও আমার দেশ বাংলাদেশ

শ্যামল সোম

আমার সোনার দেশ আজও 
কাঁদে, আঁচলে মুছে নেঢ় অশ্রু
আজও বাংলা মায়ের নাকের
নোলক হারিয়ে যাওয়া মুহূর্ত
হতে খুঁজে চলেছি, মায়ের নাকের
নোলক না নিয়ে ফিরব না।
মায়ের ক্ষত বিক্ষত হয়েও বারবার
শোষন কারাবাস রক্তক্ষরণ।

আমি ভালো নেই, ছেচল্লিশ রক্তাক্ত
কলংকিত ইতিহাসের সাক্ষী
শরনারথী উদ্বাস্তু গৃহহারা জ্বলছে
হৃদয় জুড়ে রয়েছে মা মাগো
তুমি আমার ভীষণ প্রিয় আপন
স্বজন ভূমি বাংলাদেশের আজও
ভাবি আমার দেশ দোহাই  ক্ষমা
প্রার্থনা করি প্রলাপ সংলাপ  আজ
খুব খারাপ লাগছে আমি অপার
ভালোবাসে শঙ্খ চিল উড়ে নয়,
ভিসা হাতে দাঁড়িয়ে আছি পদ্মা
নদীর পাড়ে ভেঙেছে ঘর নাই।
বাংলাদেশের মানুষের সংস্পর্শে
এসে সমৃদ্ধ হতে চেয়েছিলাম
কিন্তু দুঃখের বিষয় হলো কেউ
ডাকলো না, কোন সাহিত্যের
অনুষ্ঠানে আমি বাংলাদেশের
মানুষ যদিও শরণার্থী উদ্বাস্তু
গৃহহারা জ্বলছে হৃদয় জুড়ে
মাটির শিকড়ের টানে ছিঁড়ে
সন্ত্রাসে ক্ষতবিক্ষত দেহে পলায়ন
ইতিহাসের পাতায় আছে
লেখ, ছিন্নমূল হয়েও ভাবি
বাংলাদেশে ভীষণ প্রিয় আপন
দেশ, আমার স্বদেশ প্রিয়
সোনার সকল দেশের রানী সে
যে আমার জন্মভূমি ফিরিয়ে দাও,
ফিরিয়ে দাও আমার স্বদেশ!
আমার দেশ নিশ্চিন্তে ঘুমোবো
মাটি গহ্বরে হারিয়ে যাওয়া
পূর্ব  মুহূর্ত আলিঙ্গনে ধরা দিক
এসে আনন্দে আপ্লুত মগ্নতায়,
আবেগে হৃদয়ের কাছাকাছি
এসে জড়িয়ে কাঁদছি মাটি।
আমার ভীষণ প্রিয় আপন
স্বজনেরা আনন্দ  প্রাপ্তির
আনন্দে পরমানন্দে  আমি
চলে  যাই না ফেরার দেশে।

No comments:

Post a Comment