Sunday, 21 April 2019

আত্মহনন না হত্যা

  আত্মহনন  না হত্যা?

শ্যামল সোম

ও কার লাশ কন্যা তোমার তাঁর,
আগুনে দগ্ধ পোড়া নগ্ন কিশোরী
চিত হয়ে শুয়ে বদ্ধ লাশকাটা ঘরে,
কি ছিলো কিশোরীর অপরাধ স্বরে
চিৎকার করে করেছিল তীব্র নিন্দা
প্রতিবাদ আগুনে পুড়ে যায় ক্রন্দন।
ধ্বনি, এই ভালোবাসি বলতে ক্রুদ্ধ
পুরোহিত ঋত্বিক এর বিরুদ্ধে ভাষা
প্রতিবাদ প্রতিরোধ প্রতি হিংস্রতায়
সাম্প্রতিক সামাজিক অবক্ষয়ের এ
পথে প্রবঞ্চনা লাঞ্ছনা ছলনায় রিক্ত
ক্ষত বিক্ষত প্রেম ভালোবাসা ঘৃণা ।
পরিবেশিত হয়েছে সত্যি দুঃখ কষ্টে
প্রকাশ বিবাহিত জীবন পোড়ে তাপে
পুটিয়াখালির গ্রামে কিশোরী গৃহবধূঁ
পারিবার পারস্পরিক বিষাক্তসম্পর্ক।
হে প্রভু ভেঙে যায় কি আছে উপায়?
মানুষ ও মানসী  প্রতিকূল পরিবেশে
পরিবেশে নিজেকে মানিয়ে পথ চলা
নেওয়া  মতন আত্মবিশ্বাস, শুভ্রবিন্দু
শিশিরজেজা ঘাসেরাতের কিশোরীকে
মশালের আগুনে চলেছে গণধর্ষণ,
পরবর্তীতে প্রমান  লোপাট করতে
জ্ঞানহারা অচৈতন্য অবস্থায় জবাই ।
লাশ শুয়ে আছে লাশকাঁটা একঘরে।
আগন জ্বালিয়ে দেয় শয়তান পুরুষ
বে ন্যায্য পাওনা থেকে পরিপূর্ণ নারী
হওয়ার বঞ্চিত হয়ে যন্ত্রণা সহ্য করতে
নাপেরে আত্মহত্যা করে নাপুড়িয়ে দেয়।
কে বোঝে তাঁদের মনের ব্যথা অনুভবে
বেদনা নৈরাশ্য মুক্ত চিন্তা অপ্রকাশিত,
করার সামর্থ নেই তাই আত্ম উন্নয়ন নেই,

No comments:

Post a Comment