Monday, 10 June 2019

নীল আকাশে নীলাঞ্জনা

নীল আকাশে নীলাঞ্জনা

শ্যামল সোম

গতকাল মেঘ পিয়ন এসে দিয়ে গেল
তোমার চিঠি নীল খামে, পড়ে  হাসলাম।
এতদিন পরে নীলা জানতে চেয়েছো,
কেমন আছি আমি বিব্রত হলাম অসম্ভব,
তুমি সত্যি কি ভালোবাসাতে না পাগলামি,
ভালোবাসা সত্য প্রেম ছিল কি ফাজলামি?
এত বছরের  জানার ইচ্ছে পুষিয়ে নিয়েছো
হায় কেন বসবাসের বাসা বেঁধে ছিলে সাথে,
অধমের সে কি শুধুই দীর্ঘশ্বাস আকাশকুসুম ?
কল্প কাহিনী বর্ণনা বিরহ আমাদের বিচ্ছেদের
ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ঐ সিনেমায়
ছায়াছবি আমাদের যৌথ দাম্পত্য জীবন যাপন
সুখী হতে চাওয়া জীবনের  প্রান্তে এসে এ ভাবে
সব হারিয়ে শেষে  আশ্রয় নেয় পাবনার মানসিক
হাসপাতালে ভর্তি হতে হলো,  হারিয়ে কি পেলে?
তাকে যার জন্য আমাদের পরস্পরের  সম্পর্ক
ছিন্ন ভিন্ন করে, চলে গেলে, অতীত প্রেমের প্রিয়
প্রাণের মানুষের কাছে কতটা সুখে রয়েছো নীলা ?
অতীতে প্রেমিকের কাছ  ফিরে যেতে চেয়ে আমাদের
থেকে  বিচ্ছেদ ঠেকানো গেল না, অথচ বিয়ে করে ।
ছিলে মনের মানুষ সেজে, সত্যি কি আমরা ভালবাসায়
পরস্পরের হৃদয়ে কাছাকাছি এসে বিবাহ বন্ধনে সে
বাঁধন, পবিত্র স্বামী স্ত্রী চির বন্ধন ছিন্ন  করে অহংকার
অহমিকায় না তোমার সেই গোপন ভালোবাসার মানুষ।
প্রেম ভালোবাসা আশায়  খোঁজে ভগ্ন  মন অসংলগ্ন হুশ
হীন দুটি তপ্ত দেহে সন্তরণে শরীরের মোহে পড়ে ক্ষণ স্থায়ী
ফিরেছো ফের তাণ্ডব প্রলয় প্রবল ফেরে কি প্রেমের প্লাবন
সত্যি কি আবার ফিরে পাওয়  যায় পরকীয়া প্রেমের শ্রাবন,
কেন মাঝে মাঝে নীলা নীলাঞ্জনা তোমাকে মনে পড়ছে ক্ষণে
কখন অবসন্ন অবকাশে বৃষ্টি ঝরা বর্ষার রিমঝিম বৃষ্টি শব্দে
এ পাশে এলে,না  এ শুধুই কল্প লোকে মানস নেত্রে বিচরণ।
মাঝের ঐ কাঁটাতারের বেড়া পারাপারে দুদিকে দুজনের মন
পাগলের ছিলো কি কখন পাগলামি  না অভিমানের গুঞ্জন?

No comments:

Post a Comment