Tuesday, 18 June 2019

কল্প লোকে মনের কথা

কল্প লোকে মনের কথা

শ্যামল সোম

মনের মানুষ যে পাইনে খুঁজে
এ মনের অতলে ডুব দিয়ছে
মন, ওগো মনের মানুষ তুমি
নাই বা দিলে মন, আছি আমি।
সুমি সূর্য কন্যা ও ঊর্মি সাথে রাতে
দিনে কত কথাই হলো কথার কথা
ফুরিয়ে গেল মনে দাগ কাটল কৈ?
মামুলি সহজ রসের জোগান সেই
একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে
বিনিয়ে বারংবার ছল করে বলে
বিয়ে করছো কবে,শেষে বিয়ে ইয়ে
হলে এক ছাদের তলায় সর্ষে ক্ষেত
আঁকা চাদরে বিছানায় শুয়ে মেতে
উঠা স্বপ্নের স্বপ্নিলপথে বাঁধা ডিঙিয়ে
আরোহণের কল্প কথা নিষ্প্রয়োজন
বিপন্ন বিধ্বস্ত মন খারাপ পরস্পরের
প্রতি নিয়ত প্রতিদিন কর্কশ সংলাপ
বিশ্বস্ত না থাকায় বিচ্ছেদ অনিবার্য হয়।
একা একা একাকীত্ব মাঝে নিজেকে
খুঁজে পাই নিজেই জানি না কি কাকে
চাই, শুধু অলস মনের মস্তিষ্ক আলাপন
কে জানে কখন নৈঃশব্দ্য আসে মরণ।

No comments:

Post a Comment