Tuesday, 18 June 2019

ফুলের কথা

ফুলের কথা

শ্যামল সোম

রূপের ঐশ্বর্য অনেকে আড়ালে বলতো,
পাঁকে ফুটেছে পদ্ম ফুল বাপ দিনমজুর
কুঁড়ি ফুটে কৈশোরে লুকিয়ে ছিল ফুল,
ফুরের সুন্দর দেখতে তাই বাপ ডাকে
ফুল, ফুলের নিষ্পাপ বালিকা উচ্চ বিদ্যালয়
পড়ে মেধাবী ছাত্রী সবাই প্রশংসায় পঞ্চমুখ।
গাঁয়ের টিন মাটির বাড়িতে বাপ আদর
মায়ের ভালোবাসা স্নেহ মমতায় লেখা
পড়াশোনা শেষ করে রাতে মায়ের কাছে
শুয়ে গল্প শুনতো গায়েষছেঁড়া কাঁথায়
রাজপুত্র সাদা ঘোড়া চড়ে আসছে,
ঘোড়ার ঘুরের আওয়াজ হচ্ছে বুকে।
গাঁয়ের জমিদারদের ছোট নাতি শহর
থেকে মটোর বাইক চালিয়ে এলো তাঁর
দাদু বিশাল বাড়িতে বেড়াতে, পাখির
ছবি তুলতে গিয়ে নির্দিষ্ট নিশানায়
ফুল ক্যামেরার লেন্স ধরা দিল, না 
ধরলো ক্যামেরায় বাপি পাজি লুচচা
ফুল পুকুরে স্নান সেরে উঠছে বাপি
এসে হাজির রাজপুত্রের অভিনয়
পারদর্শী সিনেমার হিরো মতো কদিন
আলাপে স্মাট ফোন, দামি পোষাক
মটোর বাইকে পেছনে স্বপ্নের স্বপ্নিল
পৃথিবীর নূতন বসবাসে উদ্দেশ্যে
বাপি সাথে ভালোবেসে পলায়ণ।
বাপের হেনস্থা জমিদারদের লোক
মার ধোর করলো, বাপে রাতে জ্বর
এলো গাঁয়ের লোকেরা ছিঁ ছিঁ করল।
মায়ের মুখ থমথমে পরিস্থিতি ঘোরাল
হলো, সংসার শ্মশাণ স্তব্ধতা বিরাজিত,
দিঘা সমুদ্র সৈকতে হোটেলে নিশি যাপন
আহাহা রাজপুত্রের সাথে সুখ মধুর মিলন।
রোজ রোজই ফুলশয্যা দিনে বঁধুষষ্ঠী পঞ্চ
ব্যঞ্জন মাছ মাংসের নানাপদ, নিরন্তর ছুটে
সমুদ্রের দুজনের  ঢেউ আছড়ে হৈ হুল্লোড়।
অবশেষে অন্তসত্বা তিনমাস খানে পরে ফেরে
ফুল চেনা যায় না প্রাণে বেঁচে জীবন্ত এ লাশ,
ফুলের সামুয়িক ক্ষণিকের ভুলে আমরণ ফাঁস।
বাপ মরতে মা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী লাশ,
পাড়া পড়শি তর্জনি তুলে নষ্ট মেয়েছেলে বলে
ঠাট্টা তামাসা করে অশ্লীল ইঙ্গিত ইশারায় কাছে
ডাকে দাম হাঁকে ফুলের মান ইজ্জত  ঠেকেছে
খাল পারে বেশ্যা জীবন প্রতি রাতে ধর্ষণ যৌন
নির্যাতনে ফুলের দেহ পদধুলায় রেখেছে লিপ্সা
চরিতার্থে করে, শতসহস্র বোকা ফুলের সহস্র মেয়ে,
এত ঠেকে দেখে শুনেও ভালোবাসার কাঙালিনী,
কলংকের বস্তা মাথায় নিয়ে পালাতে চায় স্বপ্ন দেখে।

No comments:

Post a Comment