Friday, 21 June 2019

মুখোশে ঢাকা মুখ

মুখোশে ঢাকা মুখ

শ্যামল সোম

অতসীর আজও স্বপ্ন মনে হয় অতনুর সাথে নন্দার জন্মদিনে আলাপ
নন্দার মাসতুত দাদা খড়গপুর আই আই টি পাশ করে বিদেশী কোম্পানির
সল্টলেকে সেক্টর ফাইবে ককনিজেন্ট কোম্পানির এক্সিকিউটিভ অফিসার
অতনু কোলকাতার নামি রেঁসতোরায় ননদার জন্মদিনে পার্টির আয়োজন
করেছেন।
অতসীর পরণে বাসন্তী রঙে মধুবনি কারুকার্য খচিত  আঁকা তসরের শাড়ি
লম্বা বিনুনি জূঁই ফুলের মালা গলায় হীরের পেনডেন অসম্ভব বিদুষী সুন্দরী
রূপে গুনে কন্যা আগুনের বন্যা, হঠাৎ হেসে ওঠে মনে পড় যায়, সেই প্রবাদ
বাক্য " অতি বড় সুন্দরী না পায় বর, "  তিন মাসের কোর্টশিপ বিবাহ হয় গেলো।
আশ্চর্য হাসিখুশি আনন্দে আত্মহারা হয়ে কলেজে লেকচার পদে থেকেও সমুদ্রে
ঢেউয়ের সাথে অতনুর কোলে কিশোরী মেয়ের মতন উত্তাল ঢেউ আছড়ে ভাসায়
ভালোবাসায় অতনু গলা জড়িয়ে বুকে গভীরে মুখ লুকিয়ে অনুভবে উচ্ছাসিত সে।
পরের বছর হিমালয়ের দুর্গম উপত্যকায় সিকিমে আপার পেলিং , লাচুন রাঙামাটি
স্বপ্নে সোহাগে আদরে গলে গলে পড়ছে সুখী এক ঝর্না মতন ঝরে পড়ছে, তাঁরমত
রাশভারি বদ মেজাজি অহংকারী রূপে গুনে মৃদু ভাষি অতসীকে দেখে সবাই অবাক,
এত প্রাণবন্ত অন্তরীক্ষে অন্তর্মুখী অতসীকে দেখে ভাবতো অতসী মুখোশ খুলে ফেলেছে।

অতনু ভট্টাচার্য বীরভূমের একটি দরিদ্র পরিবারের সন্তান অল্প বয়সে মাতৃহারা, অত্যন্ত
মেধাবী জেলায় প্রথম হয়ে উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দুর্দান্ত রেজাল্ট করে তাক
লাগিয়ে দেয় আই আই টি ইলেকট্রনিক্স  ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়ে অসম্ভব ভালো
রেজাল্ট করে আজ এক বিদেশী কোম্পানির সি জি ও,নিরন্তর ছুটে চলা কেরিয়ারের জন্য
বিদেশে যাবে অতসীকে কলেজের চাকরি ছেড়ে নিজস্ব জীবন যাপন থেকে বরের লেজ ধরে
বিদেশে আমেরিকার নিউজার্সসি গিয়ে অর্থ উপার্জন করতে চায় না, বনিবনা হলো না দুজনের।
পরস্পরের মুখে ঢাকা মুখোশ খুলে গেছে  নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য অহংকারী  ব্যক্তিত্বের সংঘাত,
অতসী  অতনু পারস্পরিক জেদ চেপে গেল এমন চুড়ান্ত পর্যায়ে চলে গেলো যে শেষ পর্যন্ত
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরদের পরামর্শ বিফলে গেলো।
দু বছরের বিবাহিত জীবন অতসী ও অতনু ভট্টাচার্য দাম্পত্য জীবন একসাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল
আলিপুর কোর্টের এজলাসে।
পরের সপ্তাহে অতনু ভট্টাচার্য বিমানে উড়ে গেল নূতন আর জীবনের সন্ধানে ।

অতসীর মাঝে ভাবে এই একমাত্র কন্যা আগুনের মত রূপ অহংকারী মেজাজ কি অভিশাপ?

No comments:

Post a Comment