Monday, 10 June 2019

মাধুকরী

মাধুকরী             ( ছোট গল্প )

শ্যামল সোম

মিতালি বিয়ে পর তাদের প্রথম কন্যা সন্তান পাঁচ বছরের মিলিকে রেখে
হঠাৎ এক শীতের রাতে, হৃদ যন্ত্র থেকে যাওয়া মুহূর্তেই মারা যায়, বোধ
শূণ্য হয়ে যায় কুণাল সরকার, বিব্রত অবস্থায় থেকে ধীরে ধীরে কাজের
লোকেদের ও দূরঃ সম্পর্কের  পিসিমা এসে কয়েক বছর থেকে মিলিকে
দশ বছরের করে পিসিমাও চলে গেলেন, কুণালের তিন কুলে কেউ নেই।
মিতালির বাপের বাড়ির দাদা দিদিরা মিতালি র বুকের হৃদয়ের রোগ
গোপন করে মা বাপ মরা মিতালিকে বিয়ে দেন, সেই রাগে সব সম্পর্ক
শেষ করে দেয়।
কুণাল মিতালি সৌন্দর্যে বিদুষী সুন্দরী তরুণী দেখেই পছন্দ করে বিয়ে করে,
মিতালির ভালোবাসা সহমর্মিতা সেবা শুশ্রূষা হাতে রান্না আজআজও  মিস
করে।
মিতালির  উপরে ভীষন  নির্ভরশীল হয়ে পড়ছিল মিতালির অবর্তমানে
অসহায় জীবনে বেঁচে থাকার অভিপ্রায় চলে যাওয়ার সময় এলো সোমা।
সোমার মিলির প্রতি দায়িত্ব পালন সংসার সাজানো দেখে কুণাল সরকার
খুব খুশি হয়েছিল।
আগেও যেমন মিতালির সাথে বিয়ের পর পাহাড়ে  কখন সমুদ্র সৈকতে
যেত এখন সোমাকে বিবাহ না করে এক সাথে বসবাস
বেড়াতে গিয়ে কখন পাহাড়ে কখন  সমুদর সৈকতে  হোটেলে নিশি যাপন সুখের স্বপন।

নিজের পেশাগত যোগ্যতায়  ক্ষমতায় বি টেক করে দুবছর চাকরি করার পর
Consultancy  Firm গড়ে তুলতে প্রচন্ড পরিশ্রম আর পাশে পেয়েছিল সোমাকে
এক ডিভোর্সি  যুবতী এক বিখ্যাত কোম্পানীর ম্যানেজমেন্ট  পাশ করা Executive
সোমা চাকরি ছেড়ে নিজস্ব আবাসন ভাড়া দিয়ে কুণালের সাথে বাস করে সাতবছর
যখন মিলি চার বছরে বয়েস থেকেই  জন্মদিন পালন করে আসছে সোমা আজ মিলির
আঠারো বছরের কন্যা আগুনের মতন রূপে পাগল বয়েফ্রেন্ডরা কিছু মধ্য বয়সী বন্ধু
গার্ল ফ্রেন্ড বানধবীর ভীড় জমেছে বেশ ডান্স মিউজিক ভিডিও তোলা হচ্ছে খানা পিনা
চলছে  হাঠাৎ আশ্বিন মাসের ঝড়ের মতন বিদুষী সুন্দরী কন্যা বন্ধুদের সাথে লং ড্রাইভ
গিয়ে আর ফিরলো না মিলি কোথায় গেল কেন গেল কাদের সঙ্গে গেল কুণাল সোমার
কাছে সব ধোঁয়ার আচ্ছন্ন চলছে অনুসন্ধান  থানায় লাল বাজার মিসিং স্কোয়াড এ।

No comments:

Post a Comment