Friday, 21 June 2019

মনের মানুষ কোথায় গেলে পাই

মনের মানুষ কোথায় গেলে পাই

শ্যামল সোম

মনের সে মানুষের খোঁজে রয়েছি
খুঁজে খুঁজে এ কোলকাতায় খুঁজছি,
জেলায় জেলায় ঘুরতে ঘুরতে এক
নদীর সাথে দেখা ময়ূরাক্ষী তুমি কি
বলবে প্রতিভাময়ী বিদুষী সুন্দরী যে
ভালো মনের মানুষ কোথায় গেলে পাই ?
ভালোবাসা মর্ম, সহমর্মিতা স্নেহ প্রেমমায়ী
কখন সে হবে জননী বা ভগ্নী কিংবা ধরো
আদরের নাতনি তার ঐ চোখে দুরন্ত সাহস,
অথচ মায়াবী চোখে সমুদ্রের ঢেউ আছড়ে
পড়ে মুগ্ধ মনে আমার মনের অতল গহ্বরে।
হাজার কবিতা ভাসে  নীলআকাশে নীলিমায়
গালে থাকবে তিল তিলোত্তমা কেশবতী বন্যায়,
তিনি কাব্য লিখনে পারদর্শিনী, অপূর্ব কন্ঠে গান,
যার গান শুনে, আমার প্রাণ হবে যে আনচান।
ভালোবাসা পিয়াসী মন উন্মুখ হয়ে যে রয়েছে
এমন মনের মানুষ কোথায় কি আড়ালে আছে ?

No comments:

Post a Comment