বোধ ( নাটকের জন্য এ গল্প )
শ্যামল সোম
বেগম পুরে ফুলি গ্রামে পাশ দিয়ে বহে যাচ্ছে রূপসা নদী।
নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে কানাই তাঁতি, সূর্যোদ্বয় প্রাক্কালে
কুসুম রঙের আকাশ, কুল কুল করে বহে যাচ্ছে রূপসার জলে
নদীতে নৌকা ভেসে যায় নীল আকাশে নীলিমায় আড়ালে চলে
গেল, কানাই হাতে সুতোর লাটিম চেঁচাচ্ছে কাঁধে সুতো লাট করা।
নেপথ্যে কেউ হাঁক দেয় " ও কা না ই দা ঐ নদীর পাড়ে তোমার
জমিতে বেগুন চাষ দাও, বেগুনে বেগুনে ভরিয়ে দেবো ---"
" মদন তুই হাল দেওয়া শেষ হলি রাতে বাড়ি আছিস কথা আছে।
ঠি ক আ ছে তো মা র এ জ মি সো না র জ মি গো !
সব তেঁনার কৃপারে মদন সব তাঁর কৃপা ---- প্রস্থান করে কানাই।
সামনে ফুল সবজির ছোট্ট এক ফালি বাগান বিশাল বড় দালান
দালানের এক দিকে রয়েছে তাঁতের মাকু !
সুতোর লেচি ঝুলছে ও দিকে বাগানের অন্য কোনে বড় বড় গামলায়
সুতো রঙ হচ্ছে ভেজানো কাজ করছে ময়না কানাইর মা পড়া অষ্টাদশী কন্যা।
No comments:
Post a Comment