Sunday, 16 April 2017

বছর কুড়ি পরে নাটকের গল্প

বোন ইচ্ছে  আছে -- আগামী বছরে একুশের ভাষা দিবস অনুষ্ঠানে ঢাকার  এক নাতনির সাথে দুজনে  মিলে মিশে, মঞ্চস্থ করবো, বিভিন্ন  অনুষ্ঠানে
ভালোবেসে যদিও  রক্ত  বা ধর্মের  সম্পর্ক নেই ।

বাংলাদেশের  যে আমার মেয়ে আছে তাদের সাহায্য নিয়ে এই ছোট্ট  অনু নাটকটি মঞ্চস্থ করার চেষ্টা করবো। বাবা স্বপ্ন কন্যা ছেড়ে  চলে যেতে হয়েছিল পরিস্থিতির চাপে

কুড়ি বছর ধরেই লালন করেছিলেন  পিতৃ সনেহ, মান  অভিমানে
কষ্ট পেয়েছেন কন্যা সন্তানের জন্য।

বছর কুড়ি পরে

শ্যামল   সোম

দীর্ঘ কুড়ি বছর পরে বিবাহ বিচ্ছিন্ন মিস্টার প্রদীপ  বাসু সাথে
বহু মূল্যবান হাতঘড়ি, ট্যাবলেটকম্পিউটার, পোষাক চকলেট।
নিউ জার্সি ঐ বিদেশ থেকে এসেছেন শেষ বারের মত ক্যানসার
আক্রান্ত হওয়ার মৃত্যু অবধারিত জেনে হঠাৎই  আত্মজা জন্য
মন উচাটন।
দুরাভাষে শেষ প্রার্থনা করেন  পূর্বতন পত্নী কাছে, কন্যার সাক্ষাৎকার
জন্য, বিবাহের বিচ্ছিন্না  পুরোনো বন্ধুত্বের সম্পর্ক ও মরণ রোগগ্রস্ত,
অরুনা যার সাথে  ছিল ভালোবাসার  ও একদা বিবাহের সম্বন্ধ ছিল।

শেষে এক গোধূলি লগ্নে  বৈকালে  অরুনার অবর্তমানে অরুনার 
অনুমতি  নিয়ে কন্যা মলি সন্তানের সাথে দেখা করতে এসেছেন
মিঃ বাসু মলির মায়ের এক বৃদ্ধ ঘনিষ্ঠ বন্ধুর  পরিচিত দিয়ে।

ধীরে ধীরে উন্মোচিত আলোকিত হচ্ছে  পিতা পুত্রী ভালোবাসার সম্পর্ক-

- এই নিয়ে নাটকের গল্প ।

No comments:

Post a Comment