Friday, 28 April 2017

কালবৈশাখী ঝড়

বিভাগ  গদ্য কবিতা
তারিখ- -: 25 - 4 - 17

কালবৈশাখী ঝড়

শ্যামল  সোম

উনিশো সত্তর সালে ভয়ঙ্কর
সে এক মহাকালবৈশাখী ঝড়ে
দানব মেঘ দৈত্যদের মহা তান্ডবে
লন্ড ভন্ড করে ভেঙেছে শতশত ঘর।
কোটি চাল চুলো হীন শরণার্থীদের
সাথে শিবিরে পরবাসে বাস, যন্ত্রনায়;
এ প্রজন্মের কেউ কখন শোকাচ্ছন্ন
মুহ্যমান হয় নাকো আজ, সেই ভয়াবহ
কালবৈশাখী ঝরে লক্ষ লক্ষ  পড়ে
ছিল লাশ, লাঞ্ছিতা নারী জননীর সে
হাহাকার ক্রন্দন ধ্বনি শুনি এ বুকে।
মহানন্দে রয়েছে সবাই, একা আমিই
একমাত্র বকে যাই পাগলের প্রলাপ।
ঈশান কোনে ঐ কি অশনি সংকেত
আবার কি ফিরবে কালবৈশাখী ঝড় ?
হুড়মুড় করে ভেঙে পড়বে এ সাঁকো ?
দোহাই তোমাদের কাছে প্রার্থনা করি।
বিস্মৃত  ইতিহাস পড়ে দেখো, সাঁকো
মজবুত করে রেখো, ঐ মহা প্রলয়ের
কালবৈশাখীর ঝরে পরস্পরে হাতে
হাত ধরে বাংলাভাষার অক্ষর মর্যাদা
অক্ষুণ্ণ তোমারা নিশ্চয়ই ভাই বোন রেখো।

No comments:

Post a Comment