ইছামতী মন
শ্যামল সোম
পাগলী তোর আমার মাঝে ইছামতী নদী
কাঁটাতারের বেড়া, একই আকাশের নীচে
আমরা দূর থেকেও ভালোবেসেই জড়িয়ে
আছি পরস্পরে সে তুইও জানিস,এই প্রেম।
পাঠিকার মন্তব্য- -" পাগলি তোমায় বড় ভালোবাসি ! "
উত্তরে
চল পাগলি পালাই কবিতার বইয়ের
সংকলন থেকে পোষ্ট, জনৈকা এক
প্রেমিকা যাকে আজও পাগলি বলে ডাকি
পরস্পর কে পাগলের মত ভালোবেসে আছি।
" তুই যখন অষ্টাদশী আমি বাইশ "
সেই বয়ষেই আমরা পরস্পরের সাথেই আছি,
মাঝে রয়েছে কাঁটাতারের বেড়া, গঙ্গা ও পদ্মার
সেতু ঐ যে বললাম ভালোবাসা।গদ্য কাব্য
তারিখ---2----4---17
তুমি কথা রাখো গো নন্দিনী
স্বপ্নের বাঁশিওয়ালা -- শ্যামল সোম
বৈশালীর স্বপ্নের নন্দিনী তুমি কথা রাখো
শ্রাবণের ভরা জ্যোৎস্নায় আলোকিত
সে রাতে, বিপাশা বিয়াস নদীর ধারে হতে
বহুদূরে হিমালয়ের শৃঙ্গে স্বর্ণ মুকুট।
" আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে
বনে, মাতাল সমীরণে! " সামনে
কাঠের আগুন পুড়ছে মন, দূরে বহে
যাচ্ছে অলকানন্দা না না বিপাশা নদী
সে নদীর পারে তোমার পাশে
বসে, তুমি সারারাত শুনিয়েছিলে গান,
সেই শোনা গান আজও অম্লান, তোমার
স্মৃতির নূপুর এখন বাজে।
দোহাই আমার মরার আগে এই শেষ
মুহূর্তে একটি রবীন্দ্র সঙ্গীত শোনাতে পারো ?
আমার নন্দিনী, আদরের আমার নন্দিনী
রক্ত করবী গুচ্ছ হতে একটি ফুল দিও এ বিশু পাগলকে !
তুমি আমার প্রেম
শ্যামল সোম বাঁশিওয়ালা
আমি ধুসর পাহাড় নিশ্চল
তুমি জলপ্রপাত ঝর্না চঞ্চল।
আমি বৃক্ষের ন্যায় সুপ্রাচীন
তুমি সঙ্গীতের মূর্ছনা স্পন্দন।
No comments:
Post a Comment