Friday, 28 April 2017

প্রেম আরক্তিম রক্ত করবী

বিভাগ  গদ্য  কবিতা
তারিখ- -:  29 --- 4  -  17

প্রেম আরক্তিম রক্ত করবী

শ্যামল  সোম

উদ্ভাসনে  উদীপ্ত আমার উত্তপ্ত  যৌবনে
গ্রামে গ্রামে শহরে কোলকাতার  একাত্তরে
অশান্ত  উত্তাল ঢেউ ঢেউ পড়ছে  আছড়ে,
বোমা বিস্ফোরণ হত গুলিবিদ্ধ শত যৌবন
বারুদের গন্ধ বাতাসে বাতাসে শ্বাস প্রশ্বাস
সচল রাখা দায়, এ দায় কার, ঐ যে নির্জন
বনে খালে গঙ্গায় ভেসে শতসহস্র গোলাপ।
তখন আমি সন্ত্রস্ত উদ্বিগ্ন নিশ্চুপ বিপন্ন বিষন্ন
জীবনে, হে প্রেম নীলাঞ্জনা তোমার আবির্ভাব
ক্লান্ত প্রাণ প্রশমিত, সঙ্গীত শ্রমণে, প্রেম সংলাপ
ওগো নেপথ্যচারিনী  দংশনে তুমি ঈশ্বরী না পরী
অপরূপা তুমি এই ডালে ডালে রঞ্জিত রক্তকরবী।
সানাইয়ে সুর জ্যোৎস্নায় অরণ্যে ও রোদন ধ্বনি
কেন,ভরা এ বসন্তে ফাগুন হাওয়ায় ক্রন্দন শুনি।
রয়েছো আমার শরীরে আজও ঐ আপন মায়ায়
হঠাৎই একগুচ্ছ রক্তকরবী ফুল ঝরে ভালোবাসায়।
নীলাঞ্জনা, রক্ত করবীর স্পর্শে শিহরণ বহমান নদী
বহে যায় দেহের শিরায়  উপশিরায় প্রেমের গুঞ্জনি।

No comments:

Post a Comment