বছর কুড়ি পরে
শ্যামল সোম
দীর্ঘ কুড়ি বছর পরে বিবাহ বিচ্ছিন্ন মিস্টার প্রদীপ বাসু সাথে
বহু মূল্যবান হাতঘড়ি, ট্যাবলেটকম্পিউটার, পোষাক চকলেট।
নিউ জার্সি ঐ বিদেশ থেকে এসেছেন শেষ বারের মত ক্যানসার
আক্রান্ত হওয়ার মৃত্যু অবধারিত জেনে হঠাৎই আত্মজা জন্য
মন উচাটন।
দুরাভাষে শেষ প্রার্থনা করেন পূর্বতন পত্নী কাছে, কন্যার সাক্ষাৎকার
জন্য, বিবাহের বিচ্ছিন্না পুরোনো বন্ধুত্বের সম্পর্ক ও মরণ রোগগ্রস্ত,
অরুনা যার সাথে ছিল ভালোবাসার ও একদা বিবাহের সম্বন্ধ ছিল।
শেষে এক গোধূলি লগ্নে বৈকালে অরুনার অবর্তমানে অরুনার
অনুমতি নিয়ে কন্যা মলি সন্তানের সাথে দেখা করতে এসেছেন
মিঃ বাসু মলির মায়ের এক বৃদ্ধ ঘনিষ্ঠ বন্ধুর পরিচিত দিয়ে।
ধীরে ধীরে উন্মোচিত আলোকিত হচ্ছে পিতা পুত্রী ভালোবাসার সম্পর্ক-
- এই নিয়ে নাটকের গল্প ।
মলি English music no song instruments sound track সাথে বাজান তালে একা স্বপ্নের পরীর নাচছে।
নাচ দেখছিলেন মিঃ বাসু আনন্দ বিভোর --মলির নাচ থামলে বোতল থেকে পান করে হাঁপাচ্ছে।
Mr Basu --: MY I coming Madam Mam ?
Moly ---: You
পিতা পুত্রী পরস্পরের অপলক চোখে তাকিয়েই রয়েছেন।
প্রদীপ বাসু খুঁজছেন তাঁর তিন বছরের বয়সের আত্মজা মলিকে - কুড়ি বছর আগের মলিকে।
মলি খুঁজছে ঝাপসা শৈশবের সেই এক হাস্য উজ্জ্বল হারিয়ে যাওয়া বাপির মুখ।
কি হল মিস্টার বাসু ভেতরে আসুন, মা আপনার কথা অনেক বলেছেন, আসুন বসুন কি,
কাজের লোককে বলবো, চা না কফি ?
কিছুই না কিছুক্ষণ পরে আমাকে ফ্লাইটে ফিরে যেতে হবে, একটি বিজনেস টুরে আসা, সময় নেই !
হাঁ ! মানুষের জীবন এত দ্রুত গতি এগিয়ে যাচ্ছে সময় অপচয় করার মতন কারুর সময় নেই ?
আসার পথে তোমার মায়ের সাথেই মানে অরুনার অফিসের কেবিনে লাঞ্চ করলাম, নানা রকম বাঙালি রান্না
নামী রেঁসতোরা হোটেল থেকে আনিয়াছিলেন অরুনা নিজে পরিবেশন করে এত খাওলো এখন পেট আঁই ঢাঁই।
মায়ের কাছে শুনেছি প্রেসিডেনসি কলেছে পরে দিল্লীর আই টি আই পর্যন্ত আপনাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল।
YOUR Mother is really a great soul, you are lucky enough
Lucky ? হা হা হা হা Thanks make lough-- but unfortunately Mr. Basu I'm a laughing stock
Who's father left her when I was mare a kid of three years. Fortunate fucking it
sorry Sir.
মলির তোমার জন্য ও তোমার মায়ের জন্য কিছু Giefts এনেছি ঐ তোমাদের জন্য কিছু Furfumes dresses
Dell's Tablate come computers, IPhone and a cute Barbeie girl only for you ! কাজের লোকের হাতে ঐসব
কেন মিঃ বাসু নিজের হাতে উপহার এত বছর পরে তুলে দিতে সংকোচ- -
Mr. Basu now I'm not kid আমাকে পুতুল দিয়ে ভোলাবার চেষ্টা করবেন please
Only for parent's igoism vanity supuretiry complex class it's turned to me a curse
বিবাহ বিচ্ছিন্ন মা বাবার সন্তানের জন্ম আমার মতন অভিশপ্ত শৈশব থেকেই বুকে একটা অসহ্য যন্ত্রনা বহন করে বেড়াচ্ছি।
সব বান্ধবীদের দেখতাম দুর্গা পুজো, বড় দিনে খৃষ্ট মাসে, জন্মদিনে কত আদর ভালোবাসা বাবার হাত ধরে হাঁটা
বাবাকে জড়িয়ে শুনে থাকা বাড়ির শরীরের ঘ্রাণ জানেন ক্ষীণ স্মৃতি চোখে জলে একা একা বাবা আমার বাপি
জন্য খুব খুব কাঁদতাম,
সরি রাবিশ আপনার কাছে এ সব আবেগ -- really I'm a sentimental fool. I apologise please
forgive me Sir
( ঝরের পূর্বাভাস প্রদীপ বাসুর চোখে জমছে মেঘ বাষ্প আচ্ছন্ন টল টল করছে অশ্রু Tears )
আশ্চর্য ব্যাপার আপনার চোখ ছলছল করছে কেন Tears strange
অন্য কোন এক পুরুষ পিতা সে তো আবার অরুনার স্বামী তা স্ত্রী
সঙ্গে একসাথে থাকতে পারলেন না, তার নিশ্চয়ই কোন কারণ ছিল।
- তা সন্তানের জন্য আজকাল কেউ কার জীবন বিপন্ন করতে
জীবনের আনন্দ নষ্ট করে রাতদিন অশান্তির আগুন ঝলসে কে যেতে চাইবে বলুন?
প্রত্যেকেই যে যার জীবনটা নিজের মতই
উপভোগ করতে চায় -- এতে কোন অন্যায় দেখি না,
এখন তো --এখন বেশ মানিয়ে নিয়েছি।
এখন তো আমি অনেক বড় হয়ে গেছি বাপি!
ওহ বাপি ডাকার অধিকার তো আমার নেই তাইনা মিঃ বাসু প্রদীপ বাসু,
(আচমকা ধাক্কা টা সামলাতে প্রদীপ বাসু চোখে মুখে বিপন্নতা বিষন্নতা ভয়ার্ত চোখে তাকিয়ে আছেন )
মলি ( হিংস্র বাগিনীর মতন--) তা হঠাৎই এই বন্ধুর ছদ্মবেশ নিজে আত্মজা কে
দেখার বাসনা জাগতে সুদূর নিউ জার্সি থেকে আঠার ঘন্টা ফ্লাইট চেঞ্জ করে কেন এলেন ?
কুড়ি বছর পড়ে ?
কি হলো
হলো কি
বাক রুদ্ধ
YOU imposter Burstued মজা দেখতে এসেছো life is fucking fun ! মজা
মলি আহ্ Will you stop please please
No never ! return you have to my childhood Mr. Basu I would not spare you.
আমি চোদ্দ বছর বয়সে মায়ের
লুকিয়ে রাখা Elbam photographs
তোমার সব চিঠি পড়ে শুধুই কাঁদতাম বাপি
But now my eyes were dryed no tears would fall,
আমার চোখের সব জল শুকিয়ে গেছে বাপি !
বাপি ! বাপি what's happening are all right!
জল, জ ল এই পার্সে tablet দাও মলি খুব দ্রুত জল ও tablet খাওয়ায় --
দ্রুত মোবাইলে মা অরুনাকে রিং করে
মা মা মা গো বাপি কেমন করছে মা ছটফট করছে মা
কি বললে তুমি বারণ করেছিলে-- কেন কেন সত্যটা বলোনি--
কি আমি আমি বাপি সাথে দেখা করতে অস্বীকার করতাম।
হাঁ হাঁ মা মা ভীষণ আঘাত করে কথা বলেছি এত বছরের জমা ব্যথা উগরে দিলাম আমি
Mother i have killed killed him, oh yes Dr, Chattertterjee Cadiolojist ফোন করছি ।
ডাক্তার uncle please come come run up
Quick-- ও মা আগেই ফোন করেছিলেন, আপনাকে ! ও বেল ভিউ নার্সিং হোম থেকে Ambulance আসছে ?
So kind you
আসন্ন মৃত্যু যন্ত্রনায় শ্বাস প্রশ্বাস সচল রাখতে কষ্ট হচ্ছে -- Mr. Basu র
মলি ! মা -আমার- তুই- ক্ষমা- কর-- আ আ আমি - ক্যানসারে -
ওহ আক্রান্ত হওয়ার পর বাইপাস সার্জারি হল!
আমার এ পৃথিবীতে - আ আহ্ আহ্
তুই ছাড়া কেউ নেই মা
বড় দেখতে ইচ্ছে হচ্ছিল মা
কাজ কাজ কাজ নিয়েই ছিলাম হঠাৎই আহ্ আহ্ ---!
বাপি বাপি বাপি বাপি বাপি কথা বলো না !
আহ্ আহ্ আহ্
দূর থেকে Abulence গাড়ির সাইরেন বাজিয়ে ছুটে আসছে নেপথ্যে সাউন্ড শোনা যাচ্ছে।
No comments:
Post a Comment