ফতোয়া হয়ে গেছে জারি
শ্যামল সোম
ভালোবাসা প্রেম স্নেহ মমতা
ভয়ঙ্কর সামাজিক অমার্জনীয়
অপরাধে শাস্তি এখন মৃত্যুদন্ড
সুনিশ্চিত করতে ফতোয়া হয়েছে
কাল রাতে জারি, শুনি নি তোমরা?
খুন জখম শিশু পাচার, নারীদের
নির্যাতন অত্যাচার অসহ্য হিংস্রতা
ধর্ষন, গণ ধর্ষন রাজি না হলেই
মুখে ছুড়ে মারো এসিড বোতল।
যার যখন বাসনা হবে প্রাণ চাইবে
খোলা রাজপথ থেকেই চ্যানদোলা
শিশুকন্যা কিশোরী যুবতী, রূপবতী
ষাট বছরের বৃদ্ধা, রেহাই নেই, নেই।
শাস্তি নেই, সাতখুন মাফ,থাকে যদি
টাকাকড়ি, ফেল করি মাখো তেল
জামিন, কোর্ট আদালত মামলা
দায়ের করার করে বিশ বছর চলার
অহেতু সময় নষ্ট আপোষ করে চলো।
এসব ফান মজা শুধুই মজা খোল্লা
খুললাম প্রেম একেবারে সিনেমা মত
আসিকি জীবন বৃষ্টির প্রেম ঝর ঝরছে
মজা,মজা লুঠে নে রে বাজারে লুট নে।
তবে হাঁ ঐ ভালোবাসা প্রেম করলেই
হাড়ি কাটে, গিলোটিনে এক কোপেই
ঘচাং, প্রানে ভয় থাকলে মানবিকতা
ভুলে মাতাল পৈশাচিক আনন্দ মাতাও।
No comments:
Post a Comment