Friday, 1 September 2017

কোন একদিন তোমার বিষন্ন মূহুর্ত

কোন একদিন তোমার বিষন্ন মূহুর্তে

শ্যামল সোম

সামনে ঐ বিশাল সমুদ্র হঠাৎই কি  তোমার মনে
সত্যিই মনে পড়ে যাবে যে লিখেছিলো নিশ্চিত
ভালোবেসে, ফেলে আসা যৌবনের প্রারম্ভে,
" আমার সোহিনী, এক সমুদ্র ভালোবাসায়
ভরিয়ে দিলেম তোমার হৃদয়," যেদিন কাছে
আমি থাকবো না কল্পনায় ভাবি তুমি রয়েছো
সুখে সাগরে দোসরের সাথে কক্সবাজার এসে।
হোটেল থেকে তুমি টিপ টিপ বৃষ্টি মধ্যেই দুপুরে
বেড়িয়ে খালি পায়ে বালুকা বেলায় একা একাই 
হাঁটছো পায়ে মৃদু নূপুরের সুর,তোমার মধুর কন্ঠে
আপন মনে অনুরোরণে শুনি যেন কানে ধ্বনিত
গাইছো তুমি রবীন্দ্রনাথের আমাদের গান,শাশ্বত
" সখী নিভৃত যতনে মোর নামটি লিখো !"
বৃষ্টিস্নাত গোধূলি রঙের  আকাশে আঁকা হচ্ছে
রঙবেরঙের আলপোনা,স্বপ্নের জাল ফাঁকা এই
নিরালা নির্জন সমুদ্র সৈকতে একা একা ঝিনুক
কুড়িয়ে রেখো ভালোবার বিরল মুহূর্তের প্রেমময়
স্মৃতি সযত্নে স্মৃতিটুকু থাক তোমার হৃদয়ের গহীন
সে ব্যক্তিগত একান্ত নিজস্ব গোপন ভালোবাসা হয়ে ।

No comments:

Post a Comment