Thursday, 7 September 2017

সন্ত্রস্ত শরণার্থী

সন্ত্রস্ত  শরণার্থী

শ্যামল  সোম

প্রাচীন সেই প্রস্তর যুগ যুগান্তর থেকেই চলেছে বারবার
দূর্বলের প্রতি  এই সবলের আবহমানকালের অত্যাচার।
বিভিন্ন গোষ্ঠী যাযাবরের জীবন গৃহপালিত পশু পক্ষী
সাথে সাথে চলেছে তৃনভূমির দেশ থেকে দেশান্তর রক্ষী।
পুরুষের হাতে রয়েছে পাথরের অস্ত্র তাম্র যুগ লৌহ যুগে
একদল মানুষের ভয়ে আর একদল মানুষ পালাচ্ছে সুখে,
থাকতে চায় প্রয়োজনে হত্যা গোষ্ঠীর গৃহপালিত পশু নারী
দখল করো সে তৃনভূমি, আজও  একবিংশ শতাব্দীর ছবি
একই রয়েছে, এসেছে অত্যাধুনিক অস্ত্র দূর  পাল্লার সবই
আধুনিক যন্ত্রদানবের আস্ফালন ক্ষেপণ অস্ত্র বিস্ফোরণ।
খাদ্য সংকটে বিপর্যস্ত বিধস্ত ভয়ঙ্কর দারিদ্র্যতায় আবাসন
জনসংখ্যার ঘনত্বের চলছে বিতারণ, যুগ যুগ যুগান্তরের  ও
তাড়িত মানুষ মানুষের অগ্নি সংযোগে, জ্বলে উঠছে বাসস্থান,
সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে ঢুকছে লাখ লাখ--
মানুষ না ওরা শরণার্থী বা মানবপাচারকারী শারিরীক পণ্য,
যৌনবতী নারী ও মাদকদ্রব্য সরবরাহের যোগান দেবার গণ্য
মান্য ব্যক্তিত্ব  পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মের দোহাই পারস্পরিক
সম্পর্ক ঐক্যবদ্ধ হওয়ার  অভিনব অভিনয়ে শান্তি সম্মেলন সার্বিক
উন্নয়নের লক্ষ লক্ষ প্রতিশ্রুতি, শত আলোচনার  আড়ালে নির্লজ্জ
মিথ্যাচার ষড়যন্ত্র সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি যুদ্ধের মহড়া চলছে।
গোপনে গড়ে উঠছে দিকে দিকে দেশে দেশে রণাঙ্গনে বিস্ফোরণ
ঘটানোর বিশ্বব্যাপী বিশাল আয়োজন, দু দশ লক্ষ শরণার্থী জীবন?

No comments:

Post a Comment