ফেরারী প্রেম
শ্যামল সোম
শ্রাবণী পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না ছিলে তুমি
সদ্য যৌবনে প্রারম্ভিক প্রেম ভালবাসার গল্প
মনে হলেও সত্যি একদিন পরস্পরের কাছে
কত কাছাকাছিই না ছিলাম, ঘনিষ্ঠ সান্নিধ্য।
শ্রাবণে বর্ষায় সোনা ঝরা আসন্ন সন্ধ্যায় ধরে
হাত দুজনে কোলকাতার বহমান গঙ্গার ধারে
ঝমঝম বৃষ্টির জলে দুজনে ভিজেছিলাম সিক্ত
শিহরিত শরীরে শিহরণ বহমান রক্তের গভীরে।
পরস্পরের কাছ থেকে এই দূরে দূরে থেকেও
শ্রাবণী আমাদের কেন মনে মনে এত অশ্রুপাত
সুখের স্মৃতি কেন আছড়ে পড়ে হৃদয়ের সমুদ্রে।
এত ভালোলাগাো ফোনে তুমি নিউজার্সি থেকে
গেয়ে শোনালে ,রবি ঠাকুরের গান, " দূরে কোথায় দূরে দূরে ! "
পুরাতন প্রেম হায় যদি মনে যায় মন নীরবে কাঁদে,
আমাদের হৃদয়, স্পর্শকাতর ভালোবাসা ফেরে
বারেবারে অনুভবে অনুরোরণ এই আলোড়িত
দুজনার মন, শীতার্ত রাতে প্রথম প্রেমের উষ্ণ
আলিঙ্গন প্রথম চুম্বন ফাল্গুনের কৃষ্ণচূড়ার গাছে
গাছে লালে লাল হয়ে বসন্তের উত্তাল এ বাতাসে।
No comments:
Post a Comment