Friday, 22 September 2017

আত্মাভিমানীর ক্ষোভ

তারিখ 22-- 9--17

পুরুষ আমি আত্মাভিমানে ক্ষোভ  ( জনৈকা কবি কবিতা পাঠ  অনুপ্রাণিত)

শ্যামল  সোম

হাজার হাজার ধরে হাঁটছি কাব্যময়
সত্যই তোমার মত প্রেমময় নয় হৃদয়।
আমার অন্তত একটি কবিতা বিনিময়ে
দুঃসময় কাব্য কৈশোর যৌবনের দৈন্য!
অধরা আজো জরাজীর্ণ বৃদ্ধ বয়ষে নগ্ন
সত্য সত্যিই হলো অপর্ণা তোমার ঐ সুখে
আহ্লাদে এ রোমশ বুকে লুকিয়ে রাখা মুখে
ফিসফিস শুনি কানেকানে শব্দটি,ভালবাসি,
আলো মূহুর্তে ছড়িয়েপড়লো ভ্রমরচোখে ভাসি।
মায়াময় জ্যোৎস্নায় তোমার দেহ রোমাঞ্চিত
স্পর্শে, তুমিই সেই আমার আদরের কবিতা
ক্লান্তিকর আত্মবিলাপ রাতে  বৃথাই ব্যস্ততা।
ছড়ানো পরিত্যক্ত অসমাপ্ত ছেঁড়া যত লেখা
মদ্যপ মাতাল নেশাগ্রস্ত হই হলোনা তো শেখা।
অথচ তুমি অধ্যাপনা, আমাকে সামলে কখন
লেখো অপর্ণা জাদুকরী এমন কবিতা ভানুমতী
আমি ঈর্ষান্বিত এ মন প্রেমে দহণে ঋদ্ধ ঋতুমতী।
যুগেযুগে কন্যা তুমি লাঞ্ছিত বঞ্চিত কাব্য রচনায়
আশ্চর্য গুহা মানবী তুমিই  এঁকেছিলে গুহা চিত্র
প্রেমময়ী আত্মাভিমানে পৌরুষেরঅহংকার ক্ষুব্ধ
প্রেমে পরাজিত ব্যর্থ প্রেমিক নতজানু হই সম্মুখে।

No comments:

Post a Comment