Saturday, 16 September 2017

জননী তোমার চরণে

জননী তোমার চরণে প্রণাম

শ্যামল সোম

ফিরে যেতে চাই মাতৃ তান্ত্রিক সমাজে হেতু
পুরুষ তান্ত্রিক সমাজ জঙ্গলে রাজত্বে বাসে
প্রতিনিয়ত প্রতিক্ষণে ক্ষণে হত্যা হত্যা হত্যা
হত্যা চারিদিকে রবীন্দ্রনাথের বিসর্জন এর
নাটকের রঘুপতির সংলাপ হত্যা বাতাসে
হত্যা আকাশে," এই মুহূর্তে এই জন প্রসূতি
মৃত কন্যা সন্তান প্রসব করার পরে তিনবার
হাসপাতাল বদলে সময় মৃত্যু, কন্যা ভ্রুণ বৈধব্য
পরীক্ষার পর গর্ভস্থ কন্যা সন্তান নষ্ট করার চেষ্টা
মৃত্যু জননীর, এ ভাবেই চলবে চলছে যুগ যুগান্তর
ধরে, আদিম যুগেও নারী আর গৃহপালিত সব পশুর
কদর কদর্য আজও শুধুমাত্র লেখার জন্য আঙুল
ভেঙেছিল আমার ভীষণ পছন্দের কবির আমি স্তম্ভিত।
হঠাৎই সত্তর বছরের জরাগ্রস্ত জরাজীর্ণ অসুস্থ বৃদ্ধের
মনে হলো আমরাও কি পারি না সজাগ থাকতে পাড়া
পড়শীদের কোন দায় দায়িত্ব নেই চিহ্নিত ধর্ষকদের
নারী নির্যাতনের সমর্থকদের সমবেত ভাবে গণপিটুনি
হত্যা করার জন্য আর কতকাল অপেক্ষার প্রহর গুনতে হবে ?
হে নারী যে সমাজ পদদলিত পণ্য পণ্যা বেসাতি করছে
পূর্ণিমার চাঁদ তুমি আমি ফুল পাখি ভালোবাসার কথা লেখে
অথচ ঘরের নারীদের উপর বলাৎকার নির্যাতন অত্যাচার
অসহ্য হিংস্রতার বিরুদ্ধেই প্রতিরোধ করার এসেছে সময়।

No comments:

Post a Comment