দেশে দেশে শরণার্থী নানা সীমান্তে
শ্যামল সোম
প্রকৃতি জন্য সংখ্যা ভারসাম্য
বজায় রাখতেই ভূমিকম্প ও
সুনামি গৃহযুদ্ধের আয়োজন,
আনুপাতিক জনসংখ্যা হার
প্রতিনিয়তই ক্রমশ এত বাড়ছে।
খাদ্য শিক্ষা বাসস্থান মেধা কর্ম
এ জনযুদ্ধ করে বেঁচে থাকা।
নেই প্রকৃতি কাছে রেহাই নেই
স্রষ্টা বিধাতার বিচার প্রাকৃতিক
আক্রোশ প্রতিশোধ এচোখে
বদলে ওচোখ রক্তাক্ত ইতিহাস
পুন উত্থানের হত্যা অন্তর্ঘাত
দেশমাতৃকার প্রিয় পুত্র ভয়াবহ
নিঃশংস হত্যা দেশেদেশ ঘটে
এ অভিশাপে ধ্বংস অনিবার্য
পাপে অভিশপ্ত কোটি কোটি
শত মূর্খ হত দরিদ্র শরণার্থী
নানান দেশে দেশে প্রাণ ভয়ে
সন্ত্রাসে পালিয়ে এসে অন্য সে
দেশে সীমান্তে ভিখারি মতন
শিবির ত্রাণের আশায় হাহাকার
পরজীবি দয়ায় দেশ ভাগাভাগি
পর ভুক্তভোগী মরা মাত্রই জানি
জানেন ক্ষীণ আলোয় থাকায়
হতভাগ্য শরণার্থী লুণ্ঠিত রয়--
মর্যাদা কারণ পাপে অতীতের
সন্ধানে আত্মসম্মান বিসর্জন
সর্বস্ব হারিয়ে পিতৃভূমি থেকে
বিতাড়িত হবার পর থেকেই
শুধুমাত্র বেঁচেছিলাম সংগ্রামে ।
No comments:
Post a Comment