গোলাপ সুন্দরীদের প্রতি বার্তা
শ্যামল সোম
ক্ষমা করবেন সত্যই খুব কষ্টকর জ্ঞাপন
টি ভি তে যত খবরের কাগজে বিজ্ঞাপন
বন্ধুত্বের আড়ালে নির্লজ্জ মিথ্যাচার অশ্রু
মোচন ভালোবাসা নেই শুধুই কথোপকথন,
আজ মানস মানসীদের মাঝে এত ব্যবধান।
ঝাঁকে ঝাঁকে দোয়েল মিনা পাখীর ঐ
শোনা যায় কলতান,ইশারায় বাজপাখী
দুচারটি তিতির শালিক ছোঁ মেরে নিয়ে উড়ে
গেল - নিয়ত প্রেমে ভালোবেসে শতসহস্র
গোলাপ ফুলের মত হতভাগিনী কিশোরী তন্বী
তরুনী আজও ফাঁদে পড়ে কেঁদে কেঁদে হারায়।
কেন তারাদৈনন্দিন অবাস্তব প্রেমে মশগুল হায়
প্রতিশ্রুতি পরে স্বপ্নভঙ্গ সে অপ্সরী স্বর্গের নূর।
হাজারে হাজারে তবু কেন যেন ভালোবাসায়
সিক্ত হতে চায় মরা স্রোতে কি সুখের অবগাহন?
বিষাদে গল্পে ছল ছল চোখের জল মুছে শক্ত ঘাটি
ওই তোকেই করতে হবে কঠিন পায়ের তলার মাটি।
বোন তোদের জন্য কাঁদে মন কাঁটাতারের বেড়া
ওপারে এপারের আমার পথের সাথীদের সাথে।
আমার স্মৃতি তাড়িত বিষন্ন মন বোনের মত লেখা
পড়ে ক্ষণ ক্ষণে ক্ষণিকের তরে অতীতকে শোন
তোকে রেখেছি হৃদয়ের গহীনে, হৃদয় খুঁড়ে তুই
বেদানার্ত প্রতিফলন ধরা পড়ে গেছি বোনের
কাছে হাঁ একেই বলে চিহ্নিত ভাই বোনের সম্ভ্রম
অমলিন পবিত্র এ সমৃদ্ধ পরস্পরের পরিপূরণ।
অসাধারণ অমরত্ব পাবে বোনের শৈল্পিক লিখন।
No comments:
Post a Comment