তোমার জন্যই আমি
শ্যামল সোম
সমুদ্রের ঢেউয়ের আলোড়ন মাঝে
তুমি একা একাই যাও কার খোঁজে?
যে প্রেমিক ফিরে গেছে ভুলে গেছে
মনে রেখে তার স্মৃতি ব্যথিত রয়েছে।
জ্যোৎস্না রাতে ঐ মেঘনা নদীর সঙ্গম
মোহনায় আমার গোপন আরাধ্য প্রেম
পরস্পরের কাছ থেকে দূরে থেকেও
ভালোবেসে ধন্য আমাদের এ জীবন।
মোহনা আমার গোপন আরাধ্য প্রেম
পরস্পরের কাছ থেকে দূরে থেকেও
ভালোবেসে ধন্য আমাদের জীবন।
অকপটে স্বীকার করতেই আমার
ভীষণ ভাল লাগে তোমাকে ভালোবাসি
বহুবছর আগে থেকেই কেন তোমার
অসামান্য লেখা পড়ে ইদানিং বিশেষ কোন
কারণে সময় অভাবে লিখতে পারছো না।
ভবিষ্যতে আবার সেই একই রকম
অসাধারণ লেখা পড়বো কাব্য।
মোহনা আমার গোপন আরাধ্য প্রেম
পরস্পরের কাছ থেকে দূরে থেকেও
ভালোবেসে ধন্য আমাদের জীবন।
No comments:
Post a Comment