Saturday, 16 September 2017

কবির মৃত্যু

কবির মৃত্যু ( কবি সুনীল গাঙ্গুলী স্মরণে )

শ্যামল সোম

রবীন্দ্র সদনের প্রাঙ্গণে আলপোনার
অলংকরণে, মেহগনি ঘাটে শুভ্র শয্যা,
ফুলে ফুলে সজ্জিত মঞ্চে শায়িত কবি।
অনুরাগী, কবির বৃদ্ধা, যুবতী, কিশোরী
নবীন যুবক তরুন আমার বাউণ্ডুলে মন
বাউলের ভীড়ে হারিয়ে শতসহস্র  বন্ধুদের
শুভাঙ্কাক্ষী, অগুন্তি ভক্ত তাঁরা শোকাচ্ছন্ন।
নত শির, নয়নে নীর, কবির একান্ত আপন-
প্রেমিক ও প্রেমিকাদের হাতে হাতে রয়েছে-
রক্ত গোলাপ, শ্বেত-শুভ্র গন্ধরাজ, বেল, যূঁই
চন্দন সুভিত কনক চাঁপা, জনৈকা ঐ রূপসী 
যুবতী নিজের হাতে গেঁথে এনেছেন যূঁই ফুলের
মালা, প্রেমে - মমতায়, ভালোবাসার স্রোতে এসে
আদরে ছলে  আতর এনেছেন খুব গোপনে।
অন্য আর একজনা ক্ষুন্ন মনে তরুনকে- বার
বার ইশারায় তরুনীর অনুযোগ শুকিয়ে আসছে
তার শোকাতুর মনে, সজল চোখে অশ্রু  গাঁথা
বেলফুলের মালা বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়
প্রানের টানে, রাতে সিক্ত নয়নে ভিজেছে বালিশ।
ভোর রাত থেকেই সব কাজ ফেলে অমোক
কবির প্রতি গহীন গোপন প্রেমে ছুটে এসেছে।
এ-এক মহাণ মানব প্রাচীর -মিছিলে মিছিলে
এসে মেলে, খোলা প্রাঙ্গণে।
জর্জ বিশ্বাসের গান ভাসে- -" আছে দুঃখ,
আছে মৃত্যু, বিরহ দহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।।"
" এখন আমার সময় হল, যাবার দুয়ার খোলো খোলো।
হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা-
স্বপন যে সে ভোলো ভোলো।।"
একটি তন্নী কিশোরী ডুঁকরে কেঁদে উঠে
চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল,
কিন্তু আশ্চর্য তার-হাতে শক্ত করে
ধরা রক্ত-করবীর একটি গুচ্ছ।

No comments:

Post a Comment