Saturday, 16 September 2017

ধন্য এশা বলাকা

সুপ্রভাতে, ধন্য এশা বলাকা

শ্যামল সোম

অসাধারণ  সময় উপযোগী পোষ্ট,
ধন্য তুমি বলাকা এশা বাংলাদেশের এক বোন
( রবীন্দ্রনাথ এর, বলাকা  কাব্যে গন্ধে ভালোবাসার বই )
উনি  আমার কবি  জীবনানন্দ দাশের কবিতা পোস্ট করার
পরিপেক্ষিতে - এ বৃদ্ধ বয়সে

" ( আজ ) অদ্ভুত এক  আঁধার নেমেছে পৃথিবীতে !"
second world war এর  সময় কবির মন হয়েছিল বিক্ষুব্ধ,
এতই হতাশা আচ্ছন্ন, যে পৃথিবীর মানুষের দারিদ্র্য, হিংসা
হিংস্রতা,  দেশ দখলের এ শক্তি পরীক্ষা, শরণার্থী  শিবিরে
শেকড় উপড়ে  চলে আসার যাতনা
( আজ লক্ষ লক্ষ  মানুষ আপন দেশ থেকে শরণার্থী নানা দেশে।
আত্মীয় হারানোর  মর্মান্তিক বেদনা, সহজে তো ভোলা যায় না?
জীবনানন্দ দাশের  কাব্যের সংকলন চিরকালীন, শাশ্বত
Classical  Literally  works, But unfortunately his works
Properly aprised, appriciated কারণ  ঐ বোধ হীনতা
আমাদের রক্তের  গভীরে  কোন বোধ কাজ করে না।
খড়ের Men of straw  said by ex prime minister  of U.K.
Charchill
ভাগ হয়ে গেছে  দেশ ধর্মের দোহাই  দিয়ে
অতীতের পাপ  তাড়া  করে  ফেরে গুপ্ত  ঘাতকের
মুখোশে মুখ ঢেকে, মুখোশের  আড়ালে  মুখ
অসতর্ক মুহূর্তে শাণিত শলাকা হাতে মুখোমুখি সংঘর্ষে
পরদেশে  পরবাসী  থাকায় যাতনায় সে রুদ্ধ ক্রোধ এ।
অবান্তর  প্রশ্ন করে  মন, উত্তরের  অপেক্ষায় আছি।"

আমার ভীষন ভীষণ এক মাত্র  কবি যাকে এত
ভালোবাসি ছুটে ছুটে যাই  বরিশালে, নদীর ধারে,
শিশির ভেজা ঘাসে পা সাবধানে ফেলি,
পাছে ঘাসের  বেদনা জাগে, না বোন  কবির
পরকৃতি আছে নৈসর্গিক
পরাকৃতিক সৌন্দর্যে ভরপুর, কিন্তু  আজ মৃত্যু,
রক্ত ঋণ, ধবংস কীট নড়েচড়ে,
মানুষের  মন থেকে মুছে  যাচছে,
কবির  আশংকা হারিয়ে যায় বোধ
বোধ হীন  মানুষের  সাথে  মানুষের
নেই কোন ভালোবাসার সম্পর্ক ,
আলো আছে, ভালো নেই মানুষ,  
" আলোয় ভরে রয়েছে অন্ধকার থেকে গাঢ় অন্ধকার "।

বোনের  ঈশ্বরের  কাছে  প্রার্থনা করি
তোমার মঙ্গলের  জন্য।

No comments:

Post a Comment