Saturday, 16 June 2018

মনের ডায়রি পাতায় স্বীকারোক্তি

মনের ডায়রি পাতায় স্বীকারোক্তি

শ্যামল সোম

স্রষ্টার তুমি এক এ অপরূপ সৃষ্টি
রূপসার জলে স্নানরতা ঐ দৃষ্টি
মিলনে তোমার লাজে রাঙা মুখ
ঢাকো, দেহ লাবণ্য চূঁয়ে চূঁয়ে সুখ
ঝরে ভেজা নীল শাড়ির আঁচলে
দুষ্ট পদ্ম ফোটে উন্মুখ নম্র জলে।
নয়নে নয়ন দুটি হৃদয়ের স্পন্দন
গভীর আলিঙ্গনে আদরে কম্পন
চায় দুটি  মন ক্ষণিকের মধুমিলন।
রূপসা নদীতে নৌকার ছাউনিতে
পাঠাতনে শীতলপাটি বিছানেতে
সেদিন আমারা দুজনে ঘর্মাক্ত দেহ
শরীর শরীরের টানে রক্তাক্ত মোহ,
প্রেম ভালোবাসায় ভরিয়ে দুটি প্রাণ,
বিরহ বেদনা নৈরাশ্য সমাজ বিধান।
অপূর্ণ অতৃপ্ত আত্মা আজ ফিরছে
খুঁজছে সে প্রাণঅবন্তিকা তোমাকে
ওগো লাবণ্যময়ী তুমি স্বপ্ন নন্দিনী
স্বপ্নে এসো চুম্বন করি ওগো পন্দিনী,
পদ্ম পাতায় সাজিয়েছি এ নিশীবাসর
নিঃশ্বাসে প্রশ্বাসের বায়ু সেও কি তুমি
এ স্পর্শ মনে পড়ে যায় দুজনে শিহরণ
তুমি কবিতা হয়ে যাও হৃদয়ে রক্তক্ষরণ।

No comments:

Post a Comment