Saturday, 16 June 2018

স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি কন্যা সন্তান

স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি  কন্যা সন্তান

শ্যামল সোম

সোনা মা তোমার ঐ বাবা ডাক শুনে
বছর নয় মাত্র কটা দিনে দিনে দিনে
কোলকাতায় কাঁটাতারের বেড়ার এপারে
কেন অচেনা আমার বুকে আছড়ে পড়ে
অপরিচিতা ওপারের পদ্মা নদীর ঢেউ
রক্ত করবীর কখন কি বিপদ ঘটায় কেউ,
বাংলাদেশের মা মাগো কেন এ এমন হয়
প্রভু  মহান স্রষ্টার কি আশ্চর্য এই বিস্ময়,
অষ্টম এ অবিশ্বাস্য হলেও সত্য মনে হয়?
মিল নেই জাত ধর্ম শ্রেণী আচারে বৈষম্য
আমার মা ডাকে তুমি কে সাড়া দিয়ে নম্র
আদাব জানিয়ে বাবা বাবু বাবা ঐ ডাক
দগ্ধ এ হৃদয়ের স্পন্দনে ধ্বনিত গুঞ্জনে
শুনি গো প্রতিধ্বনিত অনুভূত জলপ্রপাত।
অশ্রু নদী  দু চোখে বয়ে যায় ক্ষণ ক্ষণে
এই  এপারে এ বৃদ্ধের হৃদয়ের আর্তনাদ
মগ্ন  মৃত্যু পদধ্বনি শুনি প্রতি রাতে নীরবে
ভগ্ন হৃদয়ে যেতে হবে কালেরকণ্ঠ ঐ রূপসা
নদীর সে বহমান স্রোতে ভেসে যায় ঝাপসা
ঘণ কুয়াশার আড়ালে স্নেহের কাঙালিনী
অপরূপা রূপসী বাংলার কন্ঠে বাবা ডাক
ক্ষণিকের এই অলীক সম্পর্ক ভেসে যাক।
জানি না তবু কেন পাপিয়ার গান ভেসে আসে
আমি চির তরে দূরে চলে যাবো তবু আমারে
দেব না ভুলিতে, বাবা ডাক ফেরে বাতাসে বতাসে।

No comments:

Post a Comment