Saturday, 16 June 2018

আমার পালাবার পথ নেই

আমার পালাবার পথ নেই

শ্যামল সোম

আজ একমাত্র নারী হয়ে জন্ম গ্রহণ কি অপরাধ ঈশ্বর
তিনিও কি ফিরিয়ে নিয়েছেন মুখ, প্রতিক্ষণ ভয়ে ভয়ে
আমি পালিয়ে বেড়াই শৈশবে আদর করার ছলে সয়ে
না কাউকে বললেও বিশ্বাস করে না, ভুলে যাও,ভুলে
যেতে বলে, শরীরে আঁচড়ের দাগ মনে থেকে যায় খত।
আঘাতে আঘাতে কৈশোরের পুরোটাই কি বরবাদ ?
স্কুলে ঘরে কোচিং সেন্টারে দৃষ্টি লেহণ, হয় কি ধর্ষণ,
ধর্ষণের মজা খাল পারে জঙ্গলে শহরের বিভিন্ন মলে
এতো বিচ্ছিন্ন ঘটনা মেয়েরা কেন শালিন পোষাক পরে
পরিধানে কালো মেঘের আড়ালে মুখ ঢেকে কেন কেন
দেহ ঢেকে রাখো না, বিজ্ঞাপনের অর্ধনগ্ন হয়ে ঘুরছে যেন
ডাকছি এই অপরাধে ধরতে ছুটছে পেছনে আমার চটি
জুতো যাচ্ছে খুলে টানা হেঁচড়ায় সালোয়ার কামিজ লুটি
শাড়িতে যাঁরা দিলো টান, টেনে নিয়ে চলে, চিৎকার কান্না
আর্তনাদ বধির উদাসীন নির্লিপ্ত নীরব ভাগ্য মেনে নেওয়া
জনগণের কাছে কিছুই এসে যায় না, এ নিয়তির পরিনতি।
নারী বলে একান্ত  নিজস্ব বলতে কিছুই নেই দেহ শরীর স্তন
হাত পা মুখ ঠোঁট বেয়ে অঝোরে রক্ত, রক্তাক্ত অবস্থায় মন
প্রাণ হাতে নিয়ে ছুটছি আমি, হিংস্র প্রাণী বা জীবজন্তুর ভয়ে
ধর্ষণে নড়ে শ্বাসরোধ হয়ে খুন হওয়ার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি,
পালাবার পথ নেই,  প্রেমে ভালবাসায় দাম্পত্য জীবনেও পালাবার পথ নেই!

No comments:

Post a Comment