Saturday, 16 June 2018

উৎসবে খুশি আনন্দের দিনে

উৎসবে খুশি আনন্দের দিনে

শ্যামল সোম

নীড় খোঁজে গাঙচিল ভেসে ভেসে নীল আকাশে
একাকী একা একা খোঁজে নীড়, উড়ে উড়ে বাতাসে।
আজ ঈদের উৎসবে আনন্দে মুখরিত ঘরে ঘরে মাঠে
ময়দানে মসজিদে ইদগাড়ে চলছে নামায সারে ভোরে।
সাথে সারে শতসহস্র লক্ষ্য কোটি কোটি মানুষের পাশে
নিয়ে  শত চেনা অচেনা ধনী বর্ধিষ্ণু দরিদ্র মানুষের সাথে
মহান প্রভুর কাছে প্রার্থনা, যেন  পৃথিবীর প্রতিটি মানুষ
জাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশে দেশে মানুষের কল্যাণে
পশু,পাখি ফুল নদী সমুদ্র প্রকৃতি মহান প্রভু যা কিছু সৃষ্টি
হেপাজতে করি যথাযথভাবে বিশ্ব ভাতৃত্ব সম্প্রতি কৃষ্টি,
মানবিকতা ও সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি পালন করেছে।
আজ আত্মবিশ্বাসের উপর নির্ভর আন্তরিকতায় এগিয়ে
এসেছে মানুষ পরস্পরকে জড়িয়ে আলিঙ্গনে আদাব !
শুভেচ্ছা বিনিময়ে, প্রীতি  উপহারে, নানাবিধ পিঠা ফিরনি
বানানো হয়েছে, উজ্বল  আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে
উঠছে, প্রতিক্ষণ ভেসে আসছে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা।
নীড় হারা গাঙচিল ভেসে ভেসে দোসরের সাথে ফিরছে নীড়ে
আজ এই পবিত্র শুভ ঈদের খুশী বন্যায় হেসে হেসে ভেসে ভেসে।

No comments:

Post a Comment