Wednesday, 27 June 2018

হিমালয় ভ্রমণ শ্রাবণী পূর্ণিমা রাতে জোছনায় মগ্নতায় আজও


সুপরভাতে সূর্যোদ্বোয়ের আলোয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠুক,
বন্ধু ভাই বোন তোমাদের জীবন, মহান প্রভুর অসীম কৃপায়
আশীর্বাদে কল্যাণ হোক, ভালো থেকো সুস্থ থেকো সবাই।

হিমালয় ভ্রমণ শ্রাবণী পূর্ণিমা রাতে জোছনায় মগ্নতায় আজও

শ্যামল সোম

হিমালয়ের
প্রাচীন গুহায়
অমরনাথ শিব
দর্শন আজ
শ্রাবণী পূর্ণিমা
পঞ্চাশ বছর
আগে যখন
পেলাম দর্শন।
রাতে পাহাড়ে
শৃঙ্গ শ্রেণীর
বরফে ঢাকা
পূর্ণিমা রাতে
চাঁদের আলো
আলোয় মুগ্ধ
মনে স্মরণ।
মমনে চিন্তনে
স্রষ্টারঅপরূপ
সৃষ্টি নন্দনে
সাক্ষাত দর্শনে
ধন্য ধন্য ধন্য
মানব জীবন।
পঞ্চ তরণী
পুণ্য ভূমিতে
কম্বলে কম্বলে
ঢেকে শরীর
বসে বিমুগ্ধ
হয়ে ধ্যানস্থ।
আত্ম মগ্ন মন
অনুধ্যান স্মরণ
মমনে চিন্তনে
আত্ম অনুসন্ধান
নিজের মধ্যে ঐ
আত্মা স্বরূপ ব্রহ্ম
খোঁজে আজীবন।

No comments:

Post a Comment