Thursday, 28 June 2018

দেহের দহনে

দেহের দহনে

শ্যামল সোম

হে  লম্পট পুরুষ এ দেহের দহন জ্বলন
দেহের জ্বালা মিটেও তোমার উষ্ণ উড্ডীন
ধ্বজা হৃদয়ের স্পন্দনে বেদনায় দহনে দগ্ধ
হতে চাই আলিঙ্গনে ঠোঁটের চুম্বনে চুম্বনে।
নারীকে ধর্ষণ ধর্ষণ করো সমাজের অবক্ষয়
পথে চলেছি চরৈ বতে চরৈ বতে এই নিয়তি
আজ নারীর হৃদয়ে প্রেম জাগে না আর শুধুই
যৌবনের উন্মাদনায় হিংস্র বাঘিনীর মতো
ঝাঁপিয়ে পড়ে যৌণ আকাঙ্খায় নগ্নতায় সুপ্ত
বাসনায় মেলে দিয়েছি শরীর শারীরিক সম্পর্ক
বৈধ বা অবৈধ প্রেমিক ঘোড়ায় চড়ে আসছে
আমাকে পৌঁচছে দেবে মিলন সুখের শীর্ষে।
দংশন করো নগ্ন স্তন রক্তাক্ত করো ঠোঁট যোনি
যোনি পথ পথ হতে রক্তিম লাভটা স্রোতে ভেসে
যাক এ নব সভ্যতা ও সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি।
ধবংস হোক মানবিকতা অবাদ পরকীয়া প্রেমে
অ প্রেম উদ্দাম  ভালোবাসায় ভরিয়ে প্রাণ মন
ভরে উঠুক অগ্নিপাত ঐ আগ্নেয়গিরি বিস্কোরণে,
সাম্প্রতিক সামাজিক অবক্ষয়ের শেষ পরিনামে।

No comments:

Post a Comment